Ushasi Ray: সাদা রঙের স্লিভলেস টপে নজর কাড়লেন সকলের প্রিয় বকুল, মুগ্ধ পুরুষ ভক্তরা

ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন ঊষসী রায় (Ushashi Ray)। বাংলা ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’-র মাধ্যমে তাঁকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল। এরপর ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেছিলেন তিনি। সাম্প্রতিক কালে হইচই-এর ওয়েব সিরিজ ‘গোরা -2’ ও ‘কুমুদিনী ভবন’-এ প্রশংসিত হয়েছে ঊষসীর অভিনয়। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি যথেষ্ট অ্যাডিক্টেড ঊষসী। নিত্যনতুন ফটোশুট, ইন্সটাগ্রাম রিল, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ওয়ার্ক প্রোমোশনের জন্য ইন্সটাগ্রামই তাঁর ভরসা। সপ্তাহান্তে ঊষসী তাঁর অনুরাগীদের সাথে শেয়ার করেছেন নিজের নতুন ফটোশুটের ঝলক।

ঊষসীর শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের ক্রপ টপ। ক্রপ টপটি স্লিভলেস। ক্রপ টপের সাথে ঊষসী টিম আপ করেছেন নীল-সাদা ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট। স্কার্টটি হাই-থাই স্লিটেড। ফলে উন্মুক্ত রয়েছে ঊষসীর একফালি মসৃণ পা। এই পোশাকের সাথে উজ্জ্বল মেকআপ করেছেন ঊষসী। ন্যুড ব্রাউন শেডের আইশ‍্যাডোর ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙিয়েছেন একই রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ছোঁয়া। খোলা রয়েছে চুল। দুই কানে রয়েছে মানানসই সিলভার ইয়ারিং। ঊষসীর সাজ সম্পূর্ণ করেছে তাঁর দুই পায়ের সাদা স্লিপার যাতে রয়েছে মাল্টিকালার প‍্যাটার্ন।

ঊষসীর ছবিগুলির কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের প্রশংসায়। ইদানিং একের পর এক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন ঊষসী। মন দিয়েছেন ওয়েব সিরিজেও। গত বছর রঙ্গোলি ফ্যাশন হাউসের মডেল হিসাবে তাঁকে দেখা গেলেও ওই ফ্যাশন হাউসের কর্ণধার নিখিল জৈন (Nikhil Jain)-এর সাথে সম্পর্কের গুজব ছড়ানোর পর আর ঊষসীকে ওই ব্র্যান্ডের জন্য কাজ করতে দেখা যায়নি।

আগামী দিনে রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত ফিল্ম ‘আয়ুরেখা’-র মাধ্যমে টলিউডে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ঊষসী। এই ফিল্মে তাঁকে দেখা যাবে তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায়।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@ushasi)