Hoop Life

Lifestyle: শুধু তুলসী নয়, বাস্তুদোষ কাটাতে বাড়িতে লাগান এই গাছটি

হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকের বাড়িতে একটি করে তুলসী গাছ থাকবে না, তা হয় না। তুলসীকে ৩৩ কোটি দেবতার সমান বলে মনে করা হয়। তবে তুলসী গাছ আপনি যদি বাড়িতে রাখেন, তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে রাখতে হবে। আশা করি, সবাই জানেন। আজকে কথা হবে অন্য একটি গাছ নিয়ে। তুলসী গাছ ছাড়াও যে গাছটি আপনার জীবনকে বদলে দিতে পারে।

তুলসী ছাড়াও যে গাছটির কথা বলা হচ্ছে, সেটি হল শামি গাছ। গাছটিকে অবশ্যই আপনার গৃহে রাখুন এবং আপনার সমস্ত সমস্যাকে নিমেষের মধ্যে সমাধান করে ফেলুন। এই গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। দাম্পত্য জীবনে যদি কোন সমস্যা হয়, তাহলে বাড়িতে অবশ্যই এই গাছটি লাগান। এছাড়া বাড়িতে যদি কোনো শারীরিক সমস্যা দীর্ঘদিন ধরে আপনাকে বিব্রত করে তোলে বা অসুস্থ মানুষ দিনের পর দিন নানা কারণে রোগ ভোগ করতে থাকে, সেই কারণেই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত প্রয়োজনীয়।

তবে সে ক্ষেত্রে মাথায় রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় –

১) এই গাছ শনিবার দিন রোপণ করুন।

২) মূল দরজার একপাশে এই গাছ লাগাতে পারেন।

৩) ঘরের ভিতরে কখনোই এই গাছ রাখবেন না।

৪) বাড়ির ছাদে এই গাছ রাখুন দক্ষিণ দিকে। এছাড়া বাড়িতে পূর্ব দিকে এই গাছ রোপন করতে পারেন।

৫) যদি চান আপনার অর্থসংকট চিরতরে দূর হয়ে যাক, তাহলে তুলসী গাছের তলায় ছাড়াও এই গাছের তলাতেও প্রতি সন্ধ্যেবেলায় একটি করে প্রদীপ জ্বেলে দিন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles