Hoop News

Weather Forecast: আজ থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে! বেলা বাড়লেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ৪ জেলায়

ঠান্ডায় ঠান্ডায় পেরিয়েছে ২০২৪-এর জানুয়ারি। জানুয়ারির শেষলগ্নে কয়েকদিন হাড়কাঁপানো ঠান্ডা ছিল রাজ্যজুড়ে। বলা যায়, মকর সংক্রান্তির সময় থেকেই শীতের দোর খুলে গিয়েছিল বাংলার বুকে। সেই সঙ্গে উত্তরে হাওয়ার প্রভাবে বাংলার বুকে দাপট দেখাচ্ছিল শীত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘটেছিল ব্যাপক পারদ পতন। সেই সঙ্গে শহর কলকাতাও ঠান্ডায় জুবুথুবু হয়েছিল। উত্তরবঙ্গেও নিয়মমাফিক শীত পড়েছিল কদিন আগেই। তবে ফেব্রুয়ারির শুরু থেকেই প্রবল শীত রীতিমতো বিদায় নিয়েছে বঙ্গ থেকে।

ফের একবার আবহাওয়ার মুড সুয়িংয়ের কারণে এবার শীতের সুখ হয়তো শেষ হতে চলেছে বাংলায়। এ যেন শীতপ্রেমীদের জন্য মন ভাঙার খবর। কারণ সোমবার থেকেই বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া। ফের একবার বাংলার বুকে বইতে চলেছে পূবালী হাওয়া। এর ফলে পারদের অঙ্কটা বাড়তে চলেছে কিছুটা। একইসঙ্গে ফের অকাল বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়েছে রাজ্যের বুকে। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ সকাল দিকে ঘন কুয়াশা ছিল শহরজুড়ে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা হালকা হয়ে যাবে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। ফলত, স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে কলকাতার বুকে। তাই শহরের বুকে শীতের আমেজ যে কিছুটা বাধাপ্রাপ্ত হবে, তা চোখ বন্ধ করে বলা যায়।

● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রভাব ফেলবে পূবালী হাওয়া। এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলায়। তবে আজ বৃষ্টির পূর্বাভাস নেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কিন্তু আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় হতে পারে হালকা বৃষ্টিপাত। আর এই মেঘ বৃষ্টির লীলাখেলাড জন্যই আজ তাপমাত্রাও সেভাবে নামবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে।

● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই একদমই। তবে এই পূবালী বাতাসের প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে পড়বে না।

Related Articles