Weather Update: উত্তরবঙ্গে তুষারপাত, কলকাতা সহ দক্ষিণের ৭ জেলায় চলবে বৃষ্টির দাপট
মাঘের আসাময়িক মেঘের জেরে আবহাওয়াটা শীত নাকি বসন্তের সেটাই বোঝা দায়। মাঘেই যদি শীতের অবসান হয় কি যাচ্ছেতাই অবস্থা, তাই না? উত্তর-পশ্চিমের ঝঞ্ঝা গত মঙ্গলবারই বাংলায় ঘাঁটি গেড়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপরই অবস্থান করে চলেছে। দুই-এ মিলেই শীতকে কোণঠাসা করে দিতে চায় একেবারে।
মৌসম ভবনের কথা মত, এই ঝঞ্ঝার জেরে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গও বৃহস্পতিবার বৃষ্টিবিপদে পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ তারিখে দুই বাংলায় বৃষ্টি হলেও ১১ তারিখ ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।আবহাওয়াবিদগণ জানিয়েই দিয়েছেন, সপ্তাহান্তে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে, মাঘের আসাময়িক মেঘ এই বছরে অন্তত জমাটি শীতেকে আর ফিরতে দেবেনা।
১০ তারিখ অর্থাৎ আজকের আবহাওয়া:
সকালের দিকের কুয়াশা ঢাকা আকাশ রোদের মুখ সেভাবে দেখবেনা। সর্বোচ্চ তাপমাত্রা ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.২° সেলসিয়াস। উল্লেখযোগ্য ভাবে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। আজ অনেকটাই বেড়ে গিয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৯২%। অর্থাৎ ধীরে ধীরে সকালের তাপমাত্রার সাথে বাড়ছে রাতের তাপমাত্রাও। গরম পড়ছে।
১০ তারিখের বৃষ্টিপাত:
কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মতো সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমী জেলাগুলি বেশি বৃষ্টি দেখবে। সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও পড়বে বৃষ্টিবিপদে। সরস্বতী পূজার মতো ভ্যালেন্টাইন্স সপ্তাহেও দুধ সাদা বরফে ঢেকে থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। পর্যটকরা তো বেজায় খুশি।