Government Scheme: লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, রাজ্যের একগুচ্ছ প্রকল্পে কী কী সুবিধা রয়েছে!

রাজ্যবাসীর সুবিধার্থে একগুচ্ছ লাভজনক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের (West Bengal Government Scheme)। রাজ্যবাসী আর্থিক ভাবেে এবং আরো বিভিন্ন ভাবে উপকৃত হয়ে থাকেন, এমন প্রায় ৪০ টি প্রকল্প চালু রয়েছে সরকার। উদাহরণস্বরূপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য পেয়ে থাকেন উপভোক্তারা। এই প্রতিবেদনে রইল এমনি কিছু লাভজনক প্রকল্পের তথ্য।

লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে সাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে অসংরক্ষিত শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর সংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে পান ১২০০ টাকা।

কন্যাশ্রী

এই প্রকল্পটির দৌলতে গোটা বিশ্বেই বেশ নামডাক হয়েছে পশ্চিমবঙ্গের। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন সরকারের তরফে। ছাত্রীদের বয়স হতে হবে ১৮-১৯ এর মধ্যে।

কৃষক বন্ধু প্রকল্প

যাদের চাষযোগ্য জমি রয়েছে তারা ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। আর যাদের এক একরের কম চাষযোগ্য জমি রয়েছে তারা পাবেন ৪,০০০ টাকা।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

এই স্কলারশিপে প্রত্যেক বছর মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি হিসেবে ১০,০০০ থেকে ৬০,০০০ টাকা দেওয়া হয়।

স্বাস্থ্য সাথী প্রকল্প

প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা করে চিকিৎসা সুবিধা দেওয়া হয় এই প্রকল্পে।

সবুজ সাথী প্রকল্প

নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা বিনামূল্যে সাইকেল পেয়ে থাকে এই প্রকল্পে।

পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড

এই প্রকল্পে ছাত্রছাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

পেনশন প্রকল্প

বিধবা মহিলা, বয়স্ক ব্যক্তি, তফসিলি জাতি, উপজাতি ভুক্তদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে।