Hoop Life

অল্প বয়সে মুখের বলিরেখা দূর করুন ঘরোয়া উপায়ে

অনেকের অল্প বয়সে মুখে বলিরেখার দাগ পড়ে যায়। তারা খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়ে মুখের এই দাগ তুলে ফেলতে পারেন।

১) অ্যালোভেরা জেল: বলিরেখা দূর করার জন্য অ্যালোভেরা খুবই উপকারী একটি উপাদান। রোজ রাতে শুতে যাবার সময় আঙ্গুলের ডগায় কয়েক ফোঁটা অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করলে বলিরেখা অনেকটাই কমে যায়।

২) নারকেল তেল: বলিরেখা দূর করার জন্য নারকেল তেল অসাধারণ একটি উপাদান। রোজ রাতে শুতে যাবার সময় মুখ ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে নারকেল তেল ম্যাসাজ করলে ত্বক অনেক ভালো থাকে।

৩) ভিটামিন ই ক্যাপসুল: যাদের অতিরিক্ত বলিরেখার সমস্যা তারা যদি ভিটামিন ই ক্যাপসুল ( evion 600) প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ভালো করে ম্যাসাজ করে শুতে পারেন।

৪) গ্লিসারিন: সাধারণত শীতকালে অনেকেই গ্লিসারিন ব্যবহার করে থাকেন কিন্তু শীতকাল চলে গেলেই প্রত্যেকেই গ্লিসারিনের কথা ভুলে যান। যদি প্রতিদিন স্নানের আগে গ্লিসারিন একটু নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে তারপর স্নান করা যায় তাহলে ত্বকের বলিরেখা একেবারে চলে যাবে।

Related Articles