আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের এই দুই জেলায়

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা দেখা গিয়েছে। তার সঙ্গে ছিল গরমের তাপ যার ফলে নাকাল দক্ষিণবঙ্গবাসী। তবে এবার স্বস্তি দিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির…

HoopHaap Digital Media

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা দেখা গিয়েছে। তার সঙ্গে ছিল গরমের তাপ যার ফলে নাকাল দক্ষিণবঙ্গবাসী। তবে এবার স্বস্তি দিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা ও হাওড়া জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

এরই সঙ্গে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় অর্থাৎ নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগণাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment