স্বামী বিবেকানন্দের দেওয়া মূল্যবান পাঁচটি উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে
এই বাণী গুলি আপনাকে জীবনে চলার পথে অনেকটা সাহায্য করতে পারে
স্বামী বিবেকানন্দের ১১৮ তম তিরোধান দিবসে জেনে নিন তার কতগুলি বাণী। এই বাণী গুলি আপনাকে জীবনে চলার পথে অনেকটা সাহায্য করতে পারে। মনীষীরা কখনোই মারা যান না। তাদের শরীরটা হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু তাদের বলা কথা, তাদের বাণী, তাদের চলার পথ অনুসরণ করলে জীবনের সুখ-শান্তি, স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে।
১) যারা তোমায় সাহায্য করেছে, ওদের কখনো ভুলে যেওনা।যারা তোমাকে ভালবাসে তাদের কোনদিন ঘৃণা কোরোনা। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনো ঠকিও না।
(স্বামী বিবেকানন্দ)
২) হামবড়া বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মত বিদায় করিতে হইবে। পৃথিবীর মত সর্বং সহ হইতে হইবে। এই যদি পারো দুনিয়া তোমাদের পায়ের তলায় আসবে।
(স্বামী বিবেকানন্দ)
৩) জোর করে সংস্কারের চেষ্টার ফল এই যে তাতে সংস্কার বা উন্নতির গতিরোধ হয়। কাউকে বলো না ‘তুমি মন্দ’ বরং তাকে বলো ‘তুমি ভালোই আছো, আরো ভালো হও।’
(স্বামী বিবেকানন্দ)
৪) ধৈর্য, পবিত্রতা, অধ্যাবসায় জয় হবে।
(স্বামী বিবেকানন্দ)
৫) মনের শক্তি সূর্য কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।
(স্বামী বিবেকানন্দ)