করোনায় আক্রান্ত ফেলুদা গত ৬ অক্টোবর থেকে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন কলকাতার মিন্টু পার্ক সংলগ্ন বেলভিউ হাসপাতালে। করোনাকে হারালেও ৮৫ বছরের অভিনেতা। যতটা তাঁকে কাবু করে ফেলেছে মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা, ডাক্তারি পরিভাষায় যাকে বলে কোভিড রিলেটেড এনসেফালোপ্যা।
ফেলুদাকে পুরোপুরি সুস্থ করতে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে তা১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে এখনও বিপদমুক্ত নন। বর্তমানে অভিনেতার মস্তিষ্ক সংক্রমণের জের অর্থাৎ কোভিড এনকেফ্যালোপ্যাথি তথা সার্বিক স্নায়বিক অবস্থার হাল চিকিৎসকদের চিন্তায় রেখেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার আচ্ছন্ন চেতনার কারণে মস্তিষ্কে সংক্রমণের ফ্লুইডের জেরে বয়সে আনুষঙ্গিক রোগগুলিই বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চিকিৎসকরা পরামর্শও নেওয়া হচ্ছে। এ দিন সকালে রক্তচাপ বেড়েছিল সৌমিত্রর। গতকাল অভিনেতার অক্সিজেনেরও প্রয়োজন পড়েছিল। তবে চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাঁর সব অঙ্গপ্রত্যঙ্গ সচল বলেও হাসপাতাল সূত্রে খবর। শারিরীক অবস্থার উন্নতি দেখা দিয়েছে। তাঁর মস্তিষ্কের ফ্লুইড নিয়ে নতুন করে টেস্ট করাচ্ছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।
প্রবীণ অভিনেতার সৌমিত্রর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার অরিন্দম কর জানান একটি সংবাদ মাধ্যমে এখনো ফেলুদার স্নায়ুর সমস্যা রয়েছে।সেটা নিয়ে একটু ভীত চিকিৎসকরা। এব্যাপারে আন্তর্জাতির বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে। বয়স বেশি এবং কোমর্বিডিটি থাকায় আগামী দিনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এটাই এখন বড়ো চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ সাথে নিয়ে অভিনেতাকে সুস্থ করার আশ্বাস দিয়েছেন ডঃ কর।