Hoop Life
বিউটিফুল ও স্টাইলিশ ট্রান্সপারেন্ট ব্লাউজের নতুন ১৫টি ডিজাইন
অষ্টমী রাতে একটু ট্রাডিশনাল ট্রাই করলেও নবমীর রাত মানেই ওয়েস্টার্ন একটু লুক থাকলে অসুবিধা কি? সেক্ষেত্রে বিবাহিতরা যারা ওয়েস্টার্ন পোশাক পরতে ঠিক স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা শাড়ির সঙ্গে পরতে পারেন ট্রান্সপারেন্ট ব্লাউজ। তবে এর জন্য একটু সাহসী হতে হবে।
পিঠ হাতের সুন্দর ফেসিয়াল করে মখমলে পিঠের উপরে নেটের ট্রান্সফারের ব্লাউজ মন্দ লাগবেনা। তবে বেশি সাহসিকতা দেখাতে গেলে একবার চেষ্টা করতে পারেন নেটের স্লিভলেস ব্লাউজ। শিফনের সঙ্গে ভালোই মানাবে।
তবে এই ধরনের ব্লাউজ সাধারণত বোট নেক হয়। যদি বোট নেক ট্রাই করেন তাহলেই জুয়েলারি বলতে গলায় কিছু না পরাই ভালো। কানে শাড়ির ডিজাইন অনুযায়ী জাংক জুয়েলারি বা হালকা কানের দুল পরতে পারেন।