Lifestyle: ভাইফোঁটায় ভাই এবং বোনকে দিন এই উপহার, ভাই বোনের জীবনে সুখ বৃদ্ধি করবে
ভাইফোঁটার দিন ভাই বা বোনকে এমন কোনো উপহার দেওয়া উচিত না, যাতে ভাই বা বোনের জীবন আরো সংকটাপূর্ণ হয়ে পড়ে। তাই এই দিন এমন কতগুলি উপহার আপনি দিতে পারেন, যাতে আপনার ভাই বা দাদা কিংবা বোন বা দিদির জীবন অনেক বেশি শুভ ও অর্থনৈতিক সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে পড়ে।
১) গয়না –
ভালো উপহার হল গয়না দেওয়া তবে সবার পক্ষে তা সম্ভব হয় না, সে ক্ষেত্রে যাদের পক্ষে সোনার গয়না দেওয়া সম্ভব নয়, তারা রুপোর গয়না দিতে পারেন গয়না দেওয়া কিন্তু উভয়ের তরফ থেকেই ভীষণ শুভ একটি জিনিস।
২) যে কোন ধাতব ও জিনিস –
এখন উপহার দেওয়ার জন্য তামার কাঁসার অনেক সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে। তামার গ্লাস, থালা এবং জলের বোতল অথবা যদি বড় দিদি হয়, তাহলে অবশ্যই তাকে কাঁসার ফুলের সাজি তারপরে নানান রকমের ঠাকুরের মূর্তি ইত্যাদি উপহার দিতে পারেন।
৩) বই-
যে সমস্ত দাদা, দিদি, বোন বা ভাই খুব বই পড়তে ভালবাসেন তাকে অবশ্যই উপহারস্বরূপ বই দিতে পারেন।
৪) ঘড়ি-
দাদা বা ভাই দিদি বা বোনকে দেওয়ার জন্য অসাধারন একটি উপহার। এই উপহারকে যদি আপনি দিতে পারেন তাহলে শুধুমাত্র অসাধারণ উপহার হিসেবেই নয়, দাদা-দিদি ভাই বোনের জীবনে অনেক সুন্দর ভাবে তৈরি হবে, এই উপহারটি অসাধারণ একটি উপহার। তবে আজকালকার দিনে মোবাইলের চক্করে উপহার দেওয়ার রীতি হয়তো খানিকটা কমে গেছে, কিন্তু আপনি ইচ্ছা করলে অবশ্যই দিতে পারেন অসাধারণ এই উপহার।