whatsapp channel

Gardening With Coffee Powder: গাছের গোড়ায় কফি দিচ্ছেন? ভুল করছেন না তো?

আপনি কি বাগান করতে ভালোবাসেন? নার্সারিতে গাছ দেখলেই মনে হয় কিনে নিয়ে এসে ছাদ, বাগান, উঠোন একেবারে ভরে ফেলি। তার জন্য কি গাছের গোড়ায় কফি দিচ্ছেন অনেকেই এই কাজটি করে…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

আপনি কি বাগান করতে ভালোবাসেন? নার্সারিতে গাছ দেখলেই মনে হয় কিনে নিয়ে এসে ছাদ, বাগান, উঠোন একেবারে ভরে ফেলি। তার জন্য কি গাছের গোড়ায় কফি দিচ্ছেন অনেকেই এই কাজটি করে থাকেন। তবে এ কাজটি যে একেবারে ভুল বা একেবারে ঠিক তা কিন্তু বলা যায় না, কফি দেওয়ার একটি নিয়ম আছে। আপনি যদি সেই নিয়ম না মেনে গাছের গোড়ায় নিয়মিত কফি দিতে শুরু করেন, তাহলে কিন্তু গাছ একটার সময় গিয়ে মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

Advertisements

গাছের গোড়ায় কফি দেওয়া খুবই ভালো। তবে কফি শুধু একেবারেই প্রয়োগ করতে যাবে না। কফির সঙ্গে পরিমাণ মতন সরষের খোল অন্তত সাত থেকে আট ঘণ্টা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তারপরে দেখবেন পরিমাণটা বেশ ফুলে ফেঁপে উঠবে, তখন একটি গাছের গোড়ায় ব্যবহার করুন আর সমস্তটা একসঙ্গে দিয়ে দেবেন না। অল্প অল্প করে প্রতিটা গাছের গোড়ায় দিন। সঙ্গে পরিমাণমতো জল মিশিয়ে দিন, বেশি পরিমাণে সর্ষের খোল হয়ে গেলে কিন্তু অতিরিক্ত ঝাঁজে গাছের গোড়া একেবারে নষ্ট হয়ে যাবে।

Advertisements

Gardening With Coffee Powder: গাছের গোড়ায় কফি দিচ্ছেন? ভুল করছেন না তো?

Advertisements

তাহলে বুঝতে পারছেন কফি পাউডার আপনার গাছের জন্য ঠিক কতটা উপযুক্ত, তবে তা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন। কফি পাউডার কিন্তু কখনোই শুধু ব্যবহার করবেন না, সরষের খোল অথবা গোবর পচা সার যে কোনো কিছু সঙ্গে মিশিয়ে তারপরে ব্যবহার করুন, কফির জায়গায় চা-পাতা পচানো ব্যবহার করতে পারেন।

Advertisements
whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক