whatsapp channel

Lifestyle: সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন, মেয়ের নামকরণে রাখুন মা লক্ষ্মীর ছোঁয়া, রইলো ৫টি সুন্দর নাম

আপনার কি ঘরে ছোট্ট কন্যা সন্তান জন্মেছে? মানে বাড়িতে মা লক্ষ্মী এসেছেন, এইবার নিশ্চয়ই সবাই মিলে ঠিক করতে শুরু করে দিয়েছেন কি নাম রাখবেন, নাম রাখার সময় অনেকেই অনেক কিছু…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Updated on:

আপনার কি ঘরে ছোট্ট কন্যা সন্তান জন্মেছে? মানে বাড়িতে মা লক্ষ্মী এসেছেন, এইবার নিশ্চয়ই সবাই মিলে ঠিক করতে শুরু করে দিয়েছেন কি নাম রাখবেন, নাম রাখার সময় অনেকেই অনেক কিছু ভেবে কূলকিনারা করতে পারে না, অনেক সময় বাবা-মায়ের নামের প্রথম অক্ষর মিলিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু বর্তমানে নানান অদ্ভুত অদ্ভুত নাম খুঁজে পাওয়া যায় কোনো মানে নেই, কিন্তু বাড়িতে যখন একবার মা লক্ষ্মী এসেছেই, নিচে দেখে নিন কোন, নামটি আপনার কন্যার জন্য উপযুক্ত।

১) মিশিতা – মা লক্ষ্মীর আরেক নাম মিশিতা, যদি কারোর ‘ম’ দিয়ে নাম রাখতে ইচ্ছা করে তাহলে এই নামটি বেছে নিতে পারেন আপনার ঘরের আদরের ছোট্ট কন্যার জন্য।

২) আনসি- এই কথাটির অর্থ হলো ঈশ্বরের উপহার, তাই কেউ যদি আ দিয়ে বাড়ির ছোট্ট কন্যার নাম রাখতে চান, তাহলে তার জন্য এটি একেবারে উপযুক্ত একটি নাম।

৩) আশ্রিতা – এই নামটি মা লক্ষ্মীর আরেকটি নাম ‘আ’ দিয়ে আরেকটি সুন্দর নামের মধ্যে এটি পড়ে তাই অনায়াসে বাড়িতে থাকা ছোট্ট কন্যার নাম এটি রাখতেই পারেন।

Lifestyle: সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন, মেয়ের নামকরণে রাখুন মা লক্ষ্মীর ছোঁয়া, রইলো ৫টি সুন্দর নাম

৪) গ্রাহাটি – এটিও মা লক্ষ্মীর অসাধারণ একটি নাম, এই নামটি আপনি যদি রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার ওপর সদয় হবে।

৫) ঐন্দ্রিলা – ইন্দ্রের স্ত্রীর ঐন্দ্রিলা। তাই আপনার বাড়ির শিশু কন্যাটির নাম ঐন্দ্রিলা রাখতে পারেন।

কি ভাবছেন, কোন নামটা রাখবেন? আপনি আপনার বাড়ির ছোট্ট সদস্য জন্য চটপট ভেবে ফেলুন, মা, বাবার নামের প্রথম অক্ষরটি দিয়ে মিলিয়ে চটপট তাড়াতাড়ি নাম দিয়ে ফেলুন। মা লক্ষ্মী নামের সঙ্গে মিল থাকলে আপনার কন্যার পরবর্তী জীবন অনেক সুন্দর হবে।

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক