ত্বকের কালো দাগ দূর করুন ৫টি প্রাকৃতিক উপাদানে
ফুল দিয়ে ক্রিম কিছু পুরোনো নয়। কালো থেকে ফর্সা হতে চটজলদি বানিয়ে ফেলুন অপরাজিতা ফুলের ক্রিম। এই ক্রিম ব্যবহার করলে যেকোন কালো মানুষ খুব সহজেই ফর্সা হতে পারেন মুখের মধ্যে থাকা কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তবে এই ক্রিম মাখলে হবেনা।
উপকরণ -»
১) ১০ টি নীল অপরাজিতা
২) অ্যালোভেরা জেল ৫ চামচ
৩)ভিটামিন ই ক্যাপসুল ৫ টি
৪) সামান্য গোলাপ জল
৫) কর্নফ্লাওয়ার ১ চামচ
তৈরি করার পদ্ধতি -»
নীল অপরাজিতা ফুলকে ভালো করে সামান্য গোলাপজল দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্ট করা অংশটিকে ভালো করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এরপর এরমধ্যে অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল, কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই ক্রিমটিকে ৭ দিনের জন্য ফ্রিজের মধ্যে একটি কাঁচের শিশিতে ভরে রাখতে পারেন।
ব্যবহার পদ্ধতি -»
সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাবার সময় মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে আঙ্গুলের ডগায় একফোঁটা এই ক্রিম নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নিন।
ফলাফল -»
৭ দিন পর পর এই ভাবে ব্যবহার করলেই মুখের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। দেখবেন এই বেগুনী ক্রিমের কত জাদু।