Hoop Life

Beauty Tips: উজ্জ্বল ত্বক পেতে জেনে নিন চমৎকার কিছু প্রাকৃতিক উপাদানের উপকারিতা

ত্বক উজ্জল করতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি, বাজার থেকে নানান রকম ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম ব্যবহার করি, কিন্তু তাদের সাময়িকভাবে হয়তো ফর্সা হওয়া যায় তা কখনই দীর্ঘস্থায়ী নয়। ত্বকের উজ্জ্বলতা পাওয়ার জন্য যদি রান্না ঘরে থাকা কয়েকটি উপাদান আপনি ব্যবহার করেন, তাহলে একেবারে কেল্লাফতে। চলুন দেখে নেই রান্না ঘরে থাকা এমনকি উপাদান যা দিয়ে আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার ত্বক উজ্জ্বল করতে পারেন।

লেবুর রস -»
লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। লেবু খাওয়া যেমন শরীরের জন্য ভালো তেমন ত্বকের জন্য লেবু ভীষণ উপকারী। একটি উপাদানের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে এই মিশ্রণটি স্নানের আগে ভালো করে লাগিয়ে তারপর স্থান করে নেন তাহলে দেখবেন আপনার ত্বক উজ্জ্বল হয়ে গেছে।

কফি পাউডার -»
কফি মাখা ত্বকের জন্য ভীষণ উপকারী। এক চামচ বেসন এর সঙ্গে এক চামচ কফি পাউডার এবং প্রয়োজনমতো দুধ মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে যদি এটা প্রতিদিন স্নানের আগে লাগানো যায় তাহলে তো অনেক বেশি উজ্জ্বল হয়।

কাঁচা দুধ-»
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে মুখ পরিষ্কার করা হয় তাদের ত্বক অনেক ঝকঝকে এবং পরিষ্কার থাকে।

শসা -»
গরমকালে ত্বকের কালচে ভাব দূর করার জন্য শসা অসাধারণ একটি উপাদান। শসার রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে যদি মাঝেমধ্যেই মুখে স্প্রে করা যায় তাহলে ত্বক অনেক বেশি উজ্জ্বল এবং ঝলমলে থাকে।

Related Articles