whatsapp channel

Skin Care Tips: চড়া রোদের কারণে পুড়ে যাচ্ছে ত্বক, রান্নাঘরে থাকা তেঁতুল দিয়েই ফিরবে সুন্দর জেল্লা

রং পুড়ে কালো হয়ে গেছে? ভরসা রাখুন তেঁতুলের ওপর। তেঁতুলের ফেসপ্যাক, তেঁতুলের স্ক্রাবার এই আপনার ত্বক হবে উজ্জ্বল। তেঁতুলের জলের মধ্যে বেশ খানিকটা অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে রেখে দিন…

Avatar

রং পুড়ে কালো হয়ে গেছে? ভরসা রাখুন তেঁতুলের ওপর। তেঁতুলের ফেসপ্যাক, তেঁতুলের স্ক্রাবার এই আপনার ত্বক হবে উজ্জ্বল।

তেঁতুলের জলের মধ্যে বেশ খানিকটা অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে রেখে দিন রাতে শুতে যাবার সময় এই ক্রিম ভালো করে মুখে লাগিয়ে সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার তো কত সুন্দর এবং উজ্জ্বল হয়ে গেছে।

তেঁতুলের পেষ্ট এর সঙ্গে সমপরিমাণ বেসন এবং টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মুখের ওপরে খুব ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন আপনার কত সুন্দর হয়ে গেছে।

তেঁতুলে পেষ্ট সঙ্গে বেশ সমপরিমাণ চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন, এই মিশ্রণটি সপ্তাহে অন্তত একবার মুখে গলায় পিঠের ভালো করে লাগিয়ে তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন এটি অসাধারণ একটি স্ক্রাবার হিসেবে কাজ করে।

তেঁতুলের প্যান্টের সঙ্গে লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি করে যেখানে বেশি পরিমাণে কালো দাগ রয়েছে সে কালো দাগের ওপরে কিছুক্ষণের জন্য রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ত্বক পরিষ্কার হয়ে গেছে।

whatsapp logo