Winter Special Vastu Tips: নতুন বছরের শীতকালে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ, হতে পারে অমঙ্গল
শীতকাল তো পড়েই গেছে? নতুন বছর আসতেও আর খুব বেশি দিন বাকি নেই, নতুন বছরে ভুলেও করবেন না। এই পাঁচটি কাজ তাহলে কিন্তু মহাবিপদ হতে পারে। অনেকেই আসলে ভাবেন এগুলো সত্যি কথা না, কিন্তু একেবারেই নয়। এগুলো একেবারে সত্যি কথা তাই আর দেরি না করে আমাদেরও Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন অসাধারণ বাস্তু টিপস।
১) বাস্তু বলছে, শীতকালের সকালের সূর্যের আলো যেন আপনার গৃহে প্রবেশ করে এটি খেয়াল রাখবেন। শীতকালে অনেক সময় ঠান্ডা হাওয়া ঢুকে যাওয়ার ভয় অনেকেই দরজা জানলা বন্ধ করে রাখেন। কিন্তু জানেন কি এতে আপনার জন্য অনেকটাই ক্ষতি হচ্ছে, কারণ হাওয়া যেমন ঢুকতে পারছে না। ঠিক তেমন রোদ ও প্রবেশ করতে পারছে না, তাই রোদ যদি না প্রবেশ করে, তাহলে আপনার ঘরে ইতিবাচক শক্তি কিছুতেই থাকতে পারবে না। নেগেটিভ শক্তিতে ভরে উঠবে, তাই অবশ্যই দরজা জানলা খুলে রাখুন।
২) গোটা শীতকাল চুরি লাল বা কোনো উজ্জ্বল রং এর সোফা কভার কিংবা কুশান সেট বা বিছানার চাদর অথবা পর্দা রাখতে পারেন এতে কিন্তু আপনার জীবন অনেকটা সফল হবে। যারা অর্থনৈতিক সংকটের মধ্যে ভুগছেন, তারা কিন্তু শীতকাল এই নিয়মটি মেনে চলতে পারেন।
৩) রান্নাঘরে এমন খাবার রাখতে হবে যাতে আপনার শরীর গরম হয় সেক্ষেত্রে ড্রাই ফ্রুট রাখতে পারেন। ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইতিবাচক ক্ষমতা যা আপনাকে অনেক বেশি সুন্দর মানসিকতা এবং শক্তিশালী মনোভাব দেবে।
৪) শীতকাল ধরে আপনি আপনার বাড়িতে হলুদ রঙের আলো বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছে, হলুদ আলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে পজিটিভ এনার্জি। বিশেষ করে যে কোনগুলো সহজে আলো গিয়ে পৌঁছায় না সেখানে একটি হলুদ বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন।
৫) শীতকালে যদি বাড়িতে হিটার লাগান, তাহলে অবশ্যই হিটার কে অগ্নিকোণে রাখবেন, অগ্নি কোণে আপনি যদি হিটার লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলেও তা সহজে কেটে যাবে।