whatsapp channel

অসাধারণ কন্ঠে রবীন্দ্রসংগীত গেয়ে তাক লাগালেন অবাঙালি কন্যা, শুভেচ্ছার ঝড় নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় মৈথিলী ঠাকুর খুব পরিচিত একটি নাম। ইতিমধ্যেই গানের জগতে তার একটা জায়গা তৈরি করে নিতে পেরেছে। শুধু গানের জগতে না মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছে তার সুন্দর কন্ঠের…

Avatar

HoopHaap Digital Media

সোশ্যাল মিডিয়ায় মৈথিলী ঠাকুর খুব পরিচিত একটি নাম। ইতিমধ্যেই গানের জগতে তার একটা জায়গা তৈরি করে নিতে পেরেছে। শুধু গানের জগতে না মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছে তার সুন্দর কন্ঠের জন্য। মৈথিলীরা তিন ভাইবোন অসাধারণ কণ্ঠের জন্য সকলের মনের মধ্যে পৌঁছে গেছেন। ভাই তবলা বা ছোটভাই মৈথিলীর সঙ্গেই গান গায়। দেশ-বিদেশের নানান গানের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

এবারে সেই মৈথিলী ঠাকুরই অবাঙালি হয়ে অসাধারণ রবীন্দ্র সংগীত গাইলেন। ‘আমারো পরানো যাহা চায়’ গানটিকে সুন্দর করে পরিবেশন করলেন তিনি। একজন বাঙালি হয়েও কথায় কোনরকম হিন্দি টান না থেকে কি করে যে রবীন্দ্র সংগীত পরিবেশন করতে হয় তা মৈথিলী নিজেই সকলকে বুঝিয়ে দিয়েছেন। অল্প বয়সেই উন্নতির অনেকটাই শিখরে পৌঁছে গেছে মৈথিলী।

সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশকে দেশের আনাচে কানাচে ঘটতে থাকা নানান রকম ঘটনা খুব সহজেই সকলের চোখের সামনে এসে ধরা পড়ে। নতুন প্রজন্মকে নতুন প্ল্যার্টফর্ম দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। দেখে নিন সেই ভিডিও।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media