whatsapp channel
Hoop NewsHoop Trending

Gold Price Today: বছরের শুরুতেই ফের ব্যাপক পরিবর্তন সোনার দামে

দেখতে দেখতে নতুন বছরের দুদিন পার হল। ছুটি কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরেছেন সকলেই। আর এর মাঝেই আবার শিয়রে বিয়ের মরশুম। পৌষ মাসের পরেই মাঘ মাস থেকেই আবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন হাজারো তরুণ তরুণী। এর মাঝেই সোনার দোকানে ভিড় বাড়ছে দিনের পর দিন। এই সময় সোনার দামে কি ঘটল কিছু পরিবর্তন?

গত বছরের শেষে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। প্রথমদিন তার প্রভাব থাকলেও দ্বিতীয় দিনে কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। কিন্তু তৃতীয় দিনে ফের চড়েছে বাজার। এদিকে ঊর্ধ্বমুখী রুপার দামও। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছরেই রেকর্ড বৃদ্ধি পেতে পারে মহার্ঘ এই ধাতুর দাম। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (০৩.০১.২০২৩-মঙ্গলবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৫৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫০,৯৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (০২.০১.২০২৩-সোমবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,০৪০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫০,৪৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৫৪০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৫০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০৩.০১.২০২৩-মঙ্গলবার)

৭২,০০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (০২.০১.২০২৩-সোমবার)

৭১,৩০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি

৭০০ টাকা প্ৰতি কেজি

বিশ্লেষকদের মতে ২০২৩ সালে সোনার দামের ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকলে তা সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। সোমবার দিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮২৩.৮৬ মার্কিন ডলার।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা