whatsapp channel

হাত নরম রাখার সহজ ও ঘরোয়া টিপস

সামনে শীতকাল, চামড়া এমনিতেই খসখসে হয়ে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে করোনার আবহে আমাদের হাত ধোয়ার পরিমাণ বেড়েছে। বারবার হাতে স্যানিটাইজার এবং সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আমাদের হাতের…

Avatar

HoopHaap Digital Media

সামনে শীতকাল, চামড়া এমনিতেই খসখসে হয়ে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে করোনার আবহে আমাদের হাত ধোয়ার পরিমাণ বেড়েছে। বারবার হাতে স্যানিটাইজার এবং সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আমাদের হাতের ত্বক অনেক বেশি খসখসে হয়ে যাচ্ছে। তবে চিন্তার কোন কারণ নেই, নামিদামি বাজারচলতি কোন ক্রিম নয় বাড়িতে ঘরোয়া উপাদান ব্যবহার করে হাতকে মসৃণ করে তুলুন।

১) প্রতিদিন রাত্রে শুতে যাবার সময় হাত ভালো করে কোন মাইন্ড ফেসওয়াস দিয়ে ধুয়ে হাতের মধ্যে এক চামচ নারকেল তেল এবং এক চামচ গ্লিসারিন দিয়ে ভালো করে ঘষতে থাকুন।

২) হাতের চামড়ার স্ক্রাবিং করা ভীষণ প্রয়োজন। স্নান করার সময় হাতে এক চামচ নারকেল তেল এবং এক চামচ চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে দুই হাতের তালু ভালো করে ঘষতে থাকুন। এতে হাতখানি নরম হবে।

৩) রাত্রে শুতে যাবার সময় এক চামচ গোলাপজল, এক চামচ দুধের সর ভাল করে মিশিয়ে নিয়ে হাতের তালুতে ঘষে লাগিয়ে শুয়ে পড়ুন।

প্রতিদিন নিয়ম করে এই তিনটি উপাদান হাতের তালুতে লাগাতে পারলে সাত দিনের মধ্যে আপনি এর রেজাল্ট পাবেন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media