whatsapp channel

Tourism: এ যেন স্বর্গের বাগান, দুদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই নিরিবিলি গ্রাম থেকে

মাংওয়া হল দার্জিলিং জেলায়, কালিম্পং পাহাড়ের পশ্চিম দিকে, তিস্তা উপত্যকায় আপনার একটি গ্রাম।  বারা মাংওয়া তাদের দেশ গ্রামীণ হিমালয় জীবনযাপন দেখে আসতে পারেন। এখানে গিয়ে দেখে আসতে পারেন অসাধারণ কমলা…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

মাংওয়া হল দার্জিলিং জেলায়, কালিম্পং পাহাড়ের পশ্চিম দিকে, তিস্তা উপত্যকায় আপনার একটি গ্রাম।  বারা মাংওয়া তাদের দেশ গ্রামীণ হিমালয় জীবনযাপন দেখে আসতে পারেন। এখানে গিয়ে দেখে আসতে পারেন অসাধারণ কমলা লেবুর বাগান, তার অপূর্ব দৃশ্যে আপনি একেবারে বিহ্বল হয়ে যাবেন, কমলালেবুর এই বাগানের অপূর্ব দৃশ্য দেখে আপনার একবার হলেও মনে হবে ক্যামেরাটা তুলে একটা ফটো তুলে নিয়ে সারা জীবনের স্মৃতির জায়গায় আপনার রেখে দিতে।

Advertisements

Tourism: এ যেন স্বর্গের বাগান, দুদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই নিরিবিলি গ্রাম থেকে

Advertisements

এখানে ঘুরে বেড়ালে চা বাগান, কমলা বাগান, নদী এবং কাঞ্চনজংঘা সব নিয়েই তৈরি হয়েছে একটা মনোরম পরিবেশ, যারা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে, ট্রেকিং পছন্দ করেন বা রক ক্লাইম্বিং পছন্দ করেন, তারা কিন্তু এখানে সহজেই এমন সুযোগ পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত জায়গায় এটি। শুধু তাই নয়, যারা একটু ফটো তুলতে ভালোবাসেন তারা কিন্তু অনায়াসে জায়গায় চলে যেতে পারেন কমলালেবুর বাগানসহ পাইন বনে ঘেরা প্রত্যন্ত গ্রামগুলি দৃশ্য যেন একেবারে ছবির মত।

Advertisements

Tourism: এ যেন স্বর্গের বাগান, দুদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই নিরিবিলি গ্রাম থেকে

Advertisements

দার্জিলিং এর অত্যন্ত জনপ্রিয় অফ বিট জায়গাগুলির মধ্যে একটি অন্যতম জায়গা হল বারা মাংওয়া। এখানকার হোমস্টেগুলি স্থানীয়রা চালায় এবং বিনামূল্যে সকালের নাস্তা, ওয়েস্টার্ন বাথরুম, ঝরঝরে ও পরিচ্ছন্ন কক্ষ, দৃশ্যের মতো সমস্ত মৌলিক সুবিধা প্রদান করে। রুম, 24 ঘন্টা বিদ্যুৎ, ওয়াটার হিটার এবং আরও অনেক কিছু। প্রতিটি ঘরে টিভি রয়েছে। বেশিরভাগ হোমস্টে এবং রিসর্টগুলিও পোষা প্রাণী এবং শিশু বান্ধব।

Tourism: এ যেন স্বর্গের বাগান, দুদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই নিরিবিলি গ্রাম থেকে

অসাধারণ গ্যারান্টি তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে আপনি যদি গ্রামে একবার যেতে পারেন তাহলে গিয়ে দেখতে পাবেন অসাধারণ কমলা লেবুর বাগান। কবি আর কি আর দেরি না করে চটপট ব্যাগ গুছিয়ে একবার ঘুরেই আসতে পারেন অসাধারণ এই অফবিট গ্রাম থেকে। এনজেপি স্টেশন থেকে গাড়ি বুকিং পাওয়া যায়।

Tourism: এ যেন স্বর্গের বাগান, দুদিনের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই নিরিবিলি গ্রাম থেকে

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক