গুরু পূর্ণিমার শুভ দিনটিতে যে পাঁচটি কাজ আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনবে
ঈশ্বর প্রাপ্তির পথে পথ দেখাতে একমাত্র গুরুই পারেন
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। আজ অর্থাৎ ৫ই জুলাই গুরু পূর্ণিমা। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তদের প্রতি ঈশ্বর রুষ্ট হলে তখন গুরুই তাকে রক্ষা করে। ঈশ্বর প্রাপ্তির পথে পথ দেখাতে একমাত্র গুরুই পারেন। কোন ব্যক্তি গুরুর দেখানো পথে চললে একমাত্র শান্তি, আনন্দ, মোক্ষলাভ করতে পারেন।
আজ ৫ ই জুলাই গুরু পূর্ণিমা। ৪ ই জুলাই রাত ১১ টা ৩৫ মিনিটে পূর্ণিমা শুরু হবে শেষ হবে ৫ই জুলাই ১০ টা ১৬ মিনিট।
নিয়ম অনুযায়ী, আজকের দিনে গুরুকে পূজা করতে হয়। মহর্ষি বেদব্যাস-এর জন্ম জয়ন্তীও পালিত হয় আজকের দিনে। বেদব্যাস এর নাম অনুসারে, তাই গুরু পূর্ণিমাকে ‘ব্যাসপূর্ণিমা’-ও বলা হয়।
আজকের দিনে কি করলে সুখ শান্তি ফিরে আসবে জেনে নিন-
১) আজকের দিনের গৃহের প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে দিতে হবে।
২) আজকের দিনে মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি মিষ্টি দান করুন।
৩) আজকের দিনে চন্দ্রদেবকে জল অর্পন করতে হয় তাছাড়া সন্ধ্যায় ধুপ- দীপ জ্বালাতে হয়।
৪) আজকের দিনে অন্ন,বস্ত্র সাধ্যমত সমস্ত কিছু দিয়ে গরীবকে দান করতে হয়।
৫) আজকের দিনে পশু,পাখিকে খাওয়াতে হয়।