Tourism: দু-তিন দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বের ‘মিনি সুইজারল্যান্ড’ থেকে
সুইজারল্যান্ডকে বলা হয় চির বসন্তের দেশ। সুইজারল্যান্ড মানেই স্বপ্নের শহর এমন বসন্তের দেশে যাওয়া যদি কারুর পক্ষে সম্ভব না হয়, তাহলে ঘরের কাছে মিনি সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন ভাবছেন কলকাতার কাছে আবার মিনি সুইজারল্যান্ড কোথা থেকে আসবে? বিশ্বাস করুন ঝাড়খণ্ডের এই জায়গাটি একেবারে যেন সুইজারল্যান্ডের জমজ ভাই। আপনি না গেলে বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর আবহাওয়া আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আপনাকে একেবারে পাগল করে দেবে।
বাঙালি মানেই মনটা যেন কেমন পালাই পালাই করে, আর যেই একটু ঠান্ডা পড়েছে অমনি মনে হচ্ছে দিঘা, পুরী, দার্জিলিঙে আর বেড়াতে লাগিয়ে এবার যদি একটু অন্য জায়গায় যাওয়া যেত তাহলে বোধহয় মনটা আর একটু ভালো হয়ে যেত। তাই তো আজকে আমাদের বেড়াতে যাওয়ার জায়গা ঝড়খণ্ডের ডিমনা। একে চারিদিকে সবুজের সমানও তা ছাড়াও মোটামুটি পার্শ্ববর্তী কয়েকটা জায়গার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনি দু-একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন।
প্রথমেই আগে জেনে নিন অসাধারণ এই জায়গাটি যাওয়ার জন্য আপনাকে হাওড়া থেকে টাটানগরগামী যে কোন এক্সপ্রেস ট্রেনে উঠে পড়তে হবে, তারপর মোটামুটি চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন এই জায়গাটিতে। তাছাড়া জামশেদপুর যাওয়ার জন্য প্রচুর সরকারি, বেসরকারি বাস ছাড়ে, তাছাড়াও যদি নিজের গাড়ি নিয়ে যেতে চান তাহলে বোম্বে রোড, খড়্গপুর রোড, জাতীয় সড়ক ১৬, ১৮ দিয়ে টাটানগর পৌঁছাতে পারবেন মোটামুটি সময় লাগবে ৬ ঘন্টা।
দলমা পাহাড়ের পাদদেশে এমন সুন্দর পরিষ্কার স্বচ্ছ জলের লেক দেখে আপনার মন কিন্তু গুন গুন করে গান গেয়ে উঠবে বা এখানে আসর বসাতে পারেন চড়ুইভাতি করতে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চড়ুইভাতি করতে মন্দ লাগবে না।
দলমা পাহাড় শুনলেই মনে হয়, কত যেন হাতির দল আপনার সামনে দিয়ে পার হবে, তবে এমন সুযোগ কিন্তু যদি পেয়ে যান, তাহলে কিন্তু ক্যামেরা বন্দি করতে একেবারেই ভুলে যাবেন না। এছাড়াও ঘুরে আসতে পারেন স্থানীয় আসানবনি, জয়দা মন্দির, সাঁই বাবার মন্দির।
পাহাড়ি পাদদেশে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে পেয়ে যাবেন। থাকার জন্য তাদের আতিথেয়তায় আপনার মন একেবারে ভুলে যাবে, তাই আর দেরি না করে দু-তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন, অসাধারণ এই ডিমনা থেকে এছাড়াও ঝাড়খণ্ডের আশেপাশের জায়গাগুলো দেখতে ভুলবেন না। একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন তাই আর দেরি না করে চটপট ঘুরে আসুন ঝাড়খণ্ডের ডিমনা থেকে।