whatsapp channel

Gold Price Today: বাজেটের প্রভাবে সোনার দামে রেকর্ড পরিবর্তন! জানুন সর্বশেষ দাম

বুধবার প্রকাশিত হয়েছে আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় আর্থিক বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে যেসব জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল, তার মধ্যে সোনা ছিল উল্লেখযোগ্য। আর বাজেট প্রকাশের একদিন পরেই সেই…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বুধবার প্রকাশিত হয়েছে আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় আর্থিক বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে যেসব জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল, তার মধ্যে সোনা ছিল উল্লেখযোগ্য। আর বাজেট প্রকাশের একদিন পরেই সেই আশঙ্কা সত্যি হতে দেখা গেল কলকাতার বাজারে। রেকর্ড পরিবর্তন ঘটল সোনা ও রূপার দামে।

Advertisements

এদিকে এখন চলছে মাঘমাস। বাঙালির মধুমাস বলে পরিচিত এই মাসে রয়েছে একাধিক শুভকাজের দিন। আর এই মাসেই ক্রেতাদের ভিড় বাড়ে গয়নার দোকানে। আর এই সময় সোনা ও রূপার দাম রীতিমতো ভাঁজ ফেলছে ক্রেতাদের কপালে। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

Advertisements

আজ কলকাতায় সোনার দাম (০৩.০২.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৯,৫০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৪৫০ টাকা।

Advertisements

গতকাল কলকাতায় সোনার দাম (০২.০২.২০২৩-বৃহস্পতিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৫৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৫৫০ টাকা।

Advertisements

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৯৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৯০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০৩.০২.২০২৩-শুক্রবার)
৭১,৩০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (০২.০২.২০২৩-বৃহস্পতিবার)
৬৯,৯৫০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
১,৩৫০ টাকা প্ৰতি কেজি

উল্লেখ্য, এই অবস্থায় চরম চিন্তায় যেমন ক্রেতারা, তেমনই আবার একইভাবে ক্ষতির আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। এভাবে হলুদ ধাতু মহার্ঘ হলে যে ক্রেতাদের সংখ্যা কমবে, তা বলা বাহুল্য।

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা