Hoop News

Gold Price Today: রবিবার ব্যাপক পরিবর্তন সোনার দামে

চলছে বিয়ের মরশুম। এর মাঝে অনেক যুবক যুবতি বাঁধা পড়ছেন সাতপাকে। এর মাঝেই ভিড় বাড়ছে বাজারে। জামাকাপড়ের পাশাপাশি ক্রেতাদের আনাগোনা বাড়ছে গয়নার দোকানেও। এর মাঝে সোনার দামের দিকে নজর থাকে সকলের। কিন্তু বাজেট পরবর্তী দিনগুলিতে হলুদ ধাতুর মূল্যবৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছিল মধ্যবিত্তদের কপালে। কিন্তু তারপর সোনার দামে ঘাটতি কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে ক্রেতামহলে।

রবিবার, ছুটির দিনে সোনার দামে কিছুটা স্থিতিশীলতা দেখা গেল। এদিন ২২ ক্যারেটও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় একই রইল। অন্যদিকে এদিন কিছুটা কমল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১২.০২.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৯০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৯৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১১.০২.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৯০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৯৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১২.০২.২০২৩-রবিবার)
৬৬,৯৫০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১১.০২.২০২৩-শনিবার)
৬৭,১০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যহ্রাস
১৫০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, এতদিন মার্কিন ডলারের দুর্বলতার কারণে একটানা দাম বাড়ছিল হলুদ ধাতুর। তবে সেই সূচক কিছুটা ঘুরে দাঁড়াতে দাম কমেছে সোনার। তবে মার্কিন ফেড ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে ০.২৫% সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সেই কারণেই বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরে আরও বাড়বে সোনার দাম।

Related Articles