whatsapp channel

Monami Ghosh: ফিল্মফেয়ারের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন অভিনেত্রী মনামী!

মনামী ঘোষ (Monami Ghosh) -এর বরাবর অভিমান, তাঁকে টলিউড কখনও নায়িকা হিসাবে দেখেনি। বরাবর ফিল্মে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মনামী। তবে কোনো বৈষম্য তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দিনের পর দিন…

Avatar

Nilanjana Pande

মনামী ঘোষ (Monami Ghosh) -এর বরাবর অভিমান, তাঁকে টলিউড কখনও নায়িকা হিসাবে দেখেনি। বরাবর ফিল্মে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মনামী। তবে কোনো বৈষম্য তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দিনের পর দিন ক্রমশ সুন্দরী ও ফিট হয়ে উঠেছেন মনামী। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি মনামী তালিম প্রাপ্ত নৃত্যশিল্পী। নাচ তাঁর ফিটনেসের মূল মন্ত্র। 8 ই মার্চ, কলকাতার বুকে যখন একের পর এক হোলি পার্টিতে ব্যস্ত সেলেবরা, সেই সময় মনামী ব্যস্ত রইলেন ডান্স সেশনে।

তিনি নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ভিডিওতে মনামীর পরনে রয়েছে সাদা রঙের স্লিভলেস ক্রপ টপ ও কালো জেগিংস। পায়ে সাদা স্নিকার্স। চুলে পনিটেল বাঁধা। কোনো মেকআপ করেননি মনামী। তবুও তাঁর স্কিন যথেষ্ট উজ্জ্বল। আয়নার সামনে তাঁর টিমের সাথে ফ্রি স্টাইল ডান্স প্র্যাকটিস করতে ব্যস্ত মনামী। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, নিজেকে তিনি ডান্সের মাধ্যমে শক্তিশালী করে তুলছেন। কারণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তাঁর উপস্থিতি অনিবার্য। অর্থাৎ যথেষ্ট গ্ল্যামারাস অবতারে ফিল্মফেয়ারের মঞ্চে উপস্থিত হতে চলেছেন মনামী।

ক্রমশ নিজের লক্ষ্মণরেখা মুছে দিচ্ছেন মনামী। সাম্প্রতিক কালে জন্মদিন পালন করতে ফুকেতে গিয়েছিলেন তিনি। সেখানে মনামী কখনও ধরা দিয়েছেন কালো রঙের মনোকিনিতে। সমুদ্রের জলের মাঝে তাঁর হাতে ধরা জন্মদিনের কেক। কখনও সুইমিং পুলের নীল জলে মনামীকে দেখা গিয়েছে সাদা রঙের লেসের বিকিনিতে। ঘরোয়া মেয়ের ঘরানা ছেড়ে ক্রমশ মনামী হয়ে উঠেছেন বোল্ড।

মনামীর কেরিয়ারে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ‘পদাতিক’ তৈরি করতে চলেছে মাইলস্টোন। কিংবদন্তী পরিচালক মৃণাল সেন (Mrinal Sen)-এর জীবনী অবলম্বনে তৈরি ফিল্ম ‘পদাতিক’-এ মৃণালবাবুর ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তাঁর বিপরীতে মৃণালবাবুর স্ত্রী গীতা সেন (Geeta Sen)-এর ভূমিকায় রয়েছেন মনামী। ইতিমধ্যেই গীতা দেবীর ভূমিকায় ভাইরাল হয়ে গিয়েছে মনামীর লুক।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

whatsapp logo