whatsapp channel

Dance Video: নজরুলগীতির সঙ্গে নেচেই তাক লাগালেন বঙ্গতনয়া বিদীপ্তা, প্রশংসায় ভরালেন সকলে

এই ভাবেই তো নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে আর পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। এই ভাবেই তারা নানান রকম প্রতিভাকে নিজের ঘর থেকে বার…

Shreya Chatterjee

Shreya Chatterjee

এই ভাবেই তো নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে আর পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। এই ভাবেই তারা নানান রকম প্রতিভাকে নিজের ঘর থেকে বার করে মানুষের মনে জায়গা করছে। তবে এই বিষয়টি সূত্রপাত হয়েছিল করোনার সময়কালে, যে সময় মানুষ গৃহবন্দী হয়ে বসেছিল। ঠিক সেই সময় মানুষ একটু একটু করে নিজের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যমের মাধ্যমে পৌঁছে দিয়েছিল গোটা বিশ্বের কাছে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিদীপ্তার শর্মা নামে এক যুবতী। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রায় এক বছর আগে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে বিদীপ্তাকে জনপ্রিয় নজরুল গীতি ‘সৃজনও ছন্দে’এর তালেই নিজের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। অসাধারণ সাজগোজ একেবারে তুলনাই চলে না, তিনি সাজতেও পারেন। ইন্সটাগ্রামে তার যদি ভিডিও গুলো দেখা যায় তাহলে নাচের পাশাপাশি মেকআপ করার ভিডিও কিন্তু আছে।

নাচের সঙ্গে মানানসই সাজগোজ তার নাচকে আরো দ্বিগুণ সুন্দর করে তুলেছে, শাড়িটিও কিন্তু দেখতে বেশ খাসা লাগছে। হ্যান্ডলুম শাড়িতে তাকে প্রায়শই দেখা যায়, এছাড়া তাঁতের শাড়ি, বেগমপুরী শাড়ি, এসব শাড়ি পরেও তিনি ভিডিও করেন, তবে বেশিরভাগ সময় নিজের বাড়ির ছাদ থেকে বেছে নেন, তিনি এইভাবে একেবারে নতুন প্রজন্মের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন তিনি। সুন্দর ব্লাউজেও তাকে ভীষণ সুন্দর লাগছে, তার শরীরে আবেদন যেন ভাষা হারিয়েছে প্রত্যেকের। দেখে নিন অসাধারণ নাচের ভিডিও –

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক