Bengali SerialHoop Plus

Neel Bhattacharya: ঠাম্মার মৃত্যুতে শোক পালনের বদলে হেসে ফেললেন নীল!

প্রিয় ঠাম্মার প্রয়াণে শেষ পর্যন্ত কান্নার পরিবর্তে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)-র মুখে দেখা দিল হাসি। কারণ নীল নয়, ঠাম্মার প্রিয় ছিল বিক্রম। বিক্রম ও ইন্দিরার বিয়ের ছলনা রচনা করেছিলেন ঠাম্মা। বিক্রমের জীবনের অত্যন্ত কাছের মানুষ ঠাম্মা তার ক্ষতি চাননি। তিনি বুঝতে পেরেছিলেন স্কুল ও বিক্রমকে একসাথে সামলাতে পারবে ইন্দিরা। কিন্তু হঠাৎই তাঁর পরলোকগমন বিক্রম ও ইন্দিরাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। আপাতত ‘বাংলা মিডিয়াম’-এর চিত্রনাট্যে চলছে এই কাহিনী। কিন্তু ক্যামেরা অফ হতেই নেপথ্যে মিছিমিছি কাঁদতে হচ্ছে বলে হেসে কুটিপাটি হচ্ছেন নীল।

শোকের দৃশ্যে অভিনয় করার সময় পরিচালক বুঝাতে চেষ্টা করছেন মুখের এক্সপ্রেশন কেমন হবে! এই দৃশ্যে হাসি চেপে সহকর্মীদের অভিনয় করতে দেখে হেসে ফেলেছেন নীল। তবে তিনিও বুঝতে পেরেছেন, এই ভাবে হাসা উচিত হচ্ছে না। ফলে একবার ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বললেও আবার নিজেই তা না মেনে হাসছেন তিনি। অপরদিকে তাঁকে হাসতে দেখে পরিচালকের কথা শুনতে শুনতেই মুচকি হাসতে দেখা যাচ্ছে আয়ুষ দাস (Ayush Das)-কেও। নীল ভিডিওতে লিখেছেন, সবাই যখন সিরিয়াস থাকেন, তখন তিনি। এরপর অনেকগুলি ইমোজি জুড়েছেন নীল। ভিডিওর নিচে লিখেছেন, মৃত্যুর দৃশ্যের নেপথ্যে। কিন্তু এই ভিডিও দেখে মজা পাননি নেটিজেনদের একাংশ। বরং তাঁরা সমালোচনা করেছেন।

অনেকে লিখেছেন, শিল্পী হিসাবে নীলের কোনো নিষ্ঠা নেই। অনেকে লিখেছেন, কাল্পনিক হলেও মৃত্যুর দৃশ্যে এই ভাবে হাসা উচিত নয়। প্রকৃতপক্ষে, ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের সাথে একাত্ম বোধ করেন দর্শকদের একাংশ। ফলে তাঁদের চোখে নীলের এই ভিডিও দৃষ্টিকটু লেগেছে।

‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের টিআরপি বর্তমানে আশানুরূপ নয়। এই ধারাবাহিকে বিক্রমের ভূমিকায় অভিনয় করছেন নীল। তাঁর বিপরীতে ইন্দিরার ভূমিকায় অভিনয় করছেন তিয়াশা লেপচা (Tiasha Lepcha)।

Related Articles