whatsapp channel

Urfi Javed: ছাদে কি এমন হল যে পুরানো শাড়ি দিয়েই শরীর ঢাকতে হল উরফি জাভেদকে!

ছকভাঙা পোশাক, অর্ধনগ্নতা আর উরফি জাভেদ- বলি টাউনে যেন এই তিনটি সমার্থক শব্দ। প্রায়ই নানা অবতারে ধরা দেন উরফি জাভেদ (Urfi Javed)। এককথায় উরফি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ছকভাঙা পোশাক, অর্ধনগ্নতা আর উরফি জাভেদ- বলি টাউনে যেন এই তিনটি সমার্থক শব্দ। প্রায়ই নানা অবতারে ধরা দেন উরফি জাভেদ (Urfi Javed)। এককথায় উরফি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হন উরফি। প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য যে তিনি সবকিছুই করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছে। তাই কয়েকমাসের মধ্যেই দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই মডেল। অভিনয় নয়, ফ্যাশনকে হাতিয়ার করেই নিজের মতো করে বিখ্যাত হয়েছেন তিনি।

তবে সম্প্রতি একদম অন্যরকম লুকে দেখা গেল তাকে। আর তাকে এই লুকে দেখেই চোখ কপালে উঠল নেটিজেনদের। কি এমন করলেন উরফি? এর আগে নানা পোশাকে সামনে এসে শোরগোল ফেলেছিলেন বি-টাউনের এই মডেল। কখনো তাকে দেখা গেছে ব্লেড দিয়ে পোশাক বানিয়ে ক্যামেরাবন্দি হতে, কখনো জঞ্জাল ফেলার প্লাস্টিকে নিজের আব্রু ঢেকে নিজেকে হাজির করেছেন তিনি, কখনো আবার খাবারের প্লেট এবং গ্লাস দিয়ে ঢেকেছেন গোপনাঙ্গ। আর এইসব ছকভাঙা পোশাক পরে জনসমক্ষে হাজির হয়েই তিনি এসেছেন সংবাদ শিরোনামে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি আপলোড করেছেন এই মডেল। আর এই ছবিতে তাকে দেখা গেল একদমই অন্যরকম আউটফিটে। এই ছবিতে তার পরণে রয়েছে মিনি স্কার্টের মতো কোমরে জড়ানো কাপড় ও ঘাড় থেকে ঝুলছে একজোড়া কাপড়ের টুকরো। গোলাপি রংয়ের লিফ প্রিন্টেড এই কাপড় দিয়েই তিনি নিজের লাজ রক্ষা করেছেন। চুল টেনে বাঁধা, মাথার পিছন দিকে চুলের সঙ্গে আটকে রেখেছেন ছোট একটি স্লিং ব্যাগ। নিউড মেকআপে ছাদের উপর দাঁড়িয়ে লেন্সবন্দি হয়েছেন এই মডেল। আর তাকে এভাবে দেখে যেমন কটাক্ষ করেছেন অনেকেই, তেমনই আবার তার ফ্যাশন সেন্সের প্রশংসাও করেছেন অনেকেই।

তবে তার এই পোশাক কোনো দামি কোম্পানির নয়। পুরানো শাড়ি কেটেই তিনি পোশাকটি তৈরি করেছেন। এমনটা তিনি নিজেই ক্যাপশনে লিখে জানিয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও অনেকবার পুরানো জিনিস দিয়ে পোশাক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই মডেল। তাই ফ্যাশন দুনিয়ায় পরিচিত এক মুখের পাশাপাশি তিনি তিনি এক অসামান্য ডিজাইনার রূপেও আত্মপ্রকাশ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা