whatsapp channel

Rachna Banerjee: দুধ সাদা পোশাকে কোথায় ঘুরতে গেলেন রচনা ব্যানার্জী!

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) -র ‘দিদি নং ওয়ান’-কে টেক্কা দিতে প্রতিদ্বন্দ্বী চ্যানেল বহুবার চেষ্টা করলেও হার মেনেছে। বড় পর্দা মাতানোর পর ছোট পর্দাতেও সমান সাবলীল রচনা। পাশাপাশি তৈরি করেছেন তাঁর…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) -র ‘দিদি নং ওয়ান’-কে টেক্কা দিতে প্রতিদ্বন্দ্বী চ্যানেল বহুবার চেষ্টা করলেও হার মেনেছে। বড় পর্দা মাতানোর পর ছোট পর্দাতেও সমান সাবলীল রচনা। পাশাপাশি তৈরি করেছেন তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘রচনা’স ক্রিয়েশনস’। এই ব্র্যান্ডের এনডোর্সমেন্ট রচনা নিজেই করেন। তবে ঘুরতে যেতে ভালোবাসেন তিনি। ফলে পোশাকের ব্যবসা, সঞ্চালনা সব সামলেও কলকাতার বুকে কিছুটা সময় কাটাতে বেরিয়ে পড়লেন রচনা। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ থাকার কারণে যাত্রাপথের একটি ইন্সটাগ্রাম রিল বানিয়ে তা সকলের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি।

Advertisements

রচনার শেয়ার করা রিলে তাঁকে দেখা যাচ্ছে গাড়ি চলাকালীন গ্রীষ্মের দাবদাহেও এসি বন্ধ করে কাচ নামিয়ে চারিদিক উপভোগ করতে। চোখে রয়েছে ব্রাউন রঙের সানগ্লাস। পরনে রয়েছে সাদা রঙের কাফতান ড্রেস যা গরমের জন্য আদর্শ। কানে হ্যান্ডমেড ইয়ারিং রয়েছে। শুটিংয়ের সময় প্রায় সারাক্ষণ হাই হিল পরে থাকতে হয়। ফলে বেড়াতে যাওয়ার সময় রচনা বেছে নিয়েছেন সোনালি রঙের স্লিপার। হালকা মেকআপ করলেও ফুশিয়া পিঙ্ক রঙের লিপস্টিকে তিনি রাঙিয়েছেন ঠোঁট। চুল খোলা রয়েছে। হাতে রয়েছে বিভিন্ন ধরনের বিডস দিয়ে তৈরি ব্রেসলেট। ভিডিওতে কখনও রচনাকে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টে বসে থাকতে,কখনও বা চারিদিক ঘুরে উপভোগ করতে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রচনা লিখেছেন, সকলে যতই নিচু করার চেষ্টা করুক নিজেকে সবসময়ই খুশি রাখা উচিত।

Advertisements

বহুদিন আগেই ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করা ছেড়ে দিয়েছেন রচনা। তবু এত বছর পরেও ইন্সটাগ্রামে তাঁর ভিডিওর কমেন্ট সেকশনে চোখে পড়ে রচনাকে ‘ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার’ সম্বোধন। নেটিজেনদের একাংশ তাঁকে নিজেদের প্রিয় অভিনেত্রী বলেন। অনেকেই লিখেছেন, দিনের পর দিন রচনা আরও সুন্দরী হয়ে উঠছেন।

Advertisements

নিজেকে যথেষ্ট ইতিবাচক রাখতে পছন্দ করেন রচনা। তাঁর পোশাকের ব্র্যান্ড বর্তমানে বাংলা পেরিয়ে পাড়ি দিয়েছে দুবাই। সেখানেও প্রায়ই যেতে দেখা যায় রচনাকে।

Advertisements

whatsapp logo
Advertisements