whatsapp channel

Maruti Alto-800: ‘ডাবল ইঞ্জিন’ ক্ষমতা নিয়ে নতুন রূপে আসছে Maruti Alto, দেখে নিন দাম ও ফিচার্স

ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে এই গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মধ্যবিত্তদের মধ্যেও। তাই এখন তুলনামূলক কম দামে ভালো ফিচার্স সমৃদ্ধ গাড়ি লঞ্চের দিকে তাকিয়ে থাকে কমবেশি সকলেই। এই প্রতিবেদনে এমনই একটি গাড়িকে নিয়ে আলোচনা হবে।

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান, এমনকি এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। এবার জানা যাচ্ছে এই কোম্পানি তাদের লেজেন্ডারি গাড়ি Maruti Alto 800-কে সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করতে চলেছে। এখন একনজরে দেখে নিন এই গাড়ির দাম ও ফিচার্স সম্পর্কে।

■ ইঞ্জিন: জনপ্রিয় হ্যাচব্যাক Maruti Alto 800-তে এর আগে 796cc ইঞ্জিন ব্যবহার করা হত। তবে নতুন Maruti Alto 2024 গাড়িতে 1462cc ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। এই ইঞ্জিনটি 103.26bhp শক্তি এবং 138NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ নতুন এই মডেলের ইঞ্জিনকে আরো বেশি শক্তিশালী করে তোলা হচ্ছে আগামী সময়ে।

■ ফিচার্স: Maruti Alto-র নতুন এই মডেলে বেশ কিছু অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়েছে। এই গাড়িতে থাকতে লারে সানরুফ, বৈদ্যুতিক পার্কিং ব্রেক, অটো এয়ার পিউরিফায়ার, প্যাডেল শিফটার, প্রজেক্টর হেড ল্যাপ, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটারের মতো আধুনিক সুবিধা। তাছাড়া কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের নতুন এই গাড়িটি বিলাসিতার দিক থেকে Hyundai Creta সহ একাধিক মিড-রেঞ্জ গাড়ির সাথে প্রতিযোগিতা করবে।

■ দাম: বিশেষ সূত্রে জানা গেছে, নতুন এই গাড়িটি ভারতীয় বাজারে Mini Engage নামে লঞ্চ করা হতে পারে। গাড়িটি আগামী ২০২৪ সালে দেশীয় বাজারে লঞ্চ হতে পারে বলে জানা গেছে। কোম্পানির তরফে ঘোষণা না করা হলেও গাড়ির লুক এবং ফিচার্স দেখে এর দাম আন্দাজ ককরে যায়। এক্স-শোরুম মূল্যে বেস-ভ্যারিয়েন্ট থেকে টপ-ভ্যারিয়েন্টে এই গাড়িটি ৬.৫ লক্ষ থেকে ১০.৫ লক্ষ টাকা দামের মধ্যে পাওয়া যাবে বলে অনুমান।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা