whatsapp channel

Scooter: একবার চার্জ দিয়ে ৩০০ কিলোমিটার সফর, ১ লাখের কম দামে মিলছে এই ইলেকট্রিক স্কুটার

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু'চাকা থেকে চার'চাকা, সবেতেই…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

ভারতীয় দু-চাকা গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। ক্রমশ পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেলের দিকে হাত বাড়াচ্ছেন। বলা বাহুল্য, দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে ওলা, হিরো, ইয়ামহা সহ বেশ কয়েকটি কোম্পানির। এইসব কোম্পানির ইলেক্টটিক গাড়ি বা স্কুটারের চাহিদা এখন বেশ ভালো। তাই এখন শহর থেকে মফঃস্বল- সব জায়গাতেই ইলেকট্রিক গাড়ির শোরুম খোলা হচ্ছে অনেক।

Advertisements

দু’চাকা গাড়ি, বিশেষ করে স্কুটারের বাজারে এখন জনপ্রিয়তা পেয়েছে একাধিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এই এই চলতি বাজারে সকলকে টক্কর দিয়ে একটি দুর্দান্ত ফিচার্সের গাড়ি লঞ্চ করল একটি দেশীয় স্টার্টআপ সংস্থা। আর এই নতুন গাড়ি নির্মাণ সংস্থাটি হল IME। সম্প্রতি এই নির্মাতা সংস্থা তাদের একটু অত্যাধুনিক স্কুটার বাজারে লঞ্চ করে চমকে দিয়েছে ক্রেতাদের। আর এই স্কুটারতুর নাম রাখা হয়েছে IME Rapid। এই স্কুটারের দাম ও ফিচার্সের বিস্তারিত তথ্য জানলে আপনিও হয়তো একজন ক্রেতা হিসেবে মুগ্ধ হয়ে যেতে পারেন। এখন একনজরে দেখে নিন এই গাড়ির বিস্তারিত তথ্য।

Advertisements

জানা গেছে, এই স্কুটারে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সাহায্য দুর্দান্ত রেঞ্জ পাওয়া সম্ভব। এই স্কুটার কিনলে ২০০০ ওয়াটের মোটর পেয়ে যাবেন ক্রেতারা। অর্থাৎ এই মোটর অনেক বেশি মাইলেজ দিতে সক্ষম। বলা বাহুল্য, বর্তমানে বাজারে উপলব্ধ সমস্ত ধরণের ইলেকট্রিক স্কুটারের থেকে বেশি রেঞ্জ দেবে এই ইলেকট্রিক স্কুটার। সেই কারণে দূরে সফর করার জন্য ক্রেতাদের কাছে এটি একটি দারুন বিকল্প হতে চলেছে। এই স্কুটারের প্রথম ভ্যারিয়েন্ট ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভ্যারিয়েন্ট ২০০ কিলোমিটার এবং তৃতীয় ভ্যারিয়েন্ট ৩০০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ দেয়।

Advertisements

তবে ফিচার্স ছাড়াও এই স্কুটারের আরেকটি দমদার বিষয় হল এর দাম। কারণ বর্তমানে ভারতের বাজারে ভালো ব্যাটারি প্যাক, অত্যাধুনিক ফিচার্স, ফাস্ট চার্জিং সহ এইসব পরিষেবা পেতে হলে দেড় লাখ টাকার কাছাকাছি দাম দিতে হয়। তবে এই স্কুটার কিনতে কিন্তু এতটাও খরচ হবে না। কারণ এই স্কুটারের বেস ভ্যারিয়েন্ট-এর দাম মাত্র ৯৯ হাজার টাকা থেকে শুরু হতে পারে। তবে এর টপ ভ্যারিয়েন্ট স্কুটার কিনতে হলে ১.৪৮ লক্ষ টাকার কাছাকাছি দাম পড়বে।

Advertisements
whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা