Hoop VideoHoop Viral

হাঁটুর বয়সী ছেলের সঙ্গে গোপনে কুকীর্তি, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না এই ওয়েব সিরিজ

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিনেমার রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিনেমা দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিনেমা রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা।

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে।

তবে এটা বললেও ভুল হয় যে, শুধুমাত্র নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের মানুষরাও কিন্তু এই ধরনের প্লাটফর্মে গিয়ে সিরিজ দেখে আসেন খুব সহজেই। আসলে বর্তমানে মানুষের হাতে সময় অনেক কমে গেছে, তাই তো এই ধরনের প্লাটফর্মে ওয়েব সিরিজগুলোর সময়সীমা অনেক কম। ছোটগল্পকে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। উল্লু তে এই ওয়েব সিরিজ এর ট্রেলার ভাইরাল হয়েছে। ranjish part two এই ওয়েব সিরিজের মাধ্যমে একটি গল্প প্রকাশিত হয়েছে। গল্পটিতে দেখা যাচ্ছে, একটি গৃহবধূ তার কাজ করার জন্য একজন ছেলেকে বাড়িতে রাখেন। কিন্তু সেই গৃহবধুর সঙ্গে এক নারী সম্পর্ক থাকে, যা ওই ছেলে বুঝতে পেরে যায়। পরবর্তীকালে যখন ছেলেটি গৃহবধুর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তখন সেই গৃহবধু পুলিশের ভয় দেখান। তারপর কি হয় তা দেখার জন্য অবশ্যই আপনাকে ট্রেলার দেখে নিতে হবে।

Related Articles