whatsapp channel

আবার জেগে উঠবে বাবা নিরালার সব কুকর্ম, সাহসিকতার নিরিখে সবাইকে টেক্কা দেবে এই সিরিজ

বর্তমান যুগ হল ভ্রাম্যমাণ যুগ। অর্থাৎ মানুষ এখন নিজের পকেটে বিনোদনের সম্ভার নিয়ে ঘুরতে ভালোবাসে। তাই এখন চলচ্চিত্র ও ধারাবাহিকের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Updated on:

বর্তমান যুগ হল ভ্রাম্যমাণ যুগ। অর্থাৎ মানুষ এখন নিজের পকেটে বিনোদনের সম্ভার নিয়ে ঘুরতে ভালোবাসে। তাই এখন চলচ্চিত্র ও ধারাবাহিকের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। আর সব বয়সের দর্শকদের জন্য আলাদা আলাদা কাহিনী ও দৃশ্যপট দিয়ে এই সিরিজগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তোলেন নির্মাতারা।

ওয়েব সিরিজ বিষয়টি এখন খুবই আকর্ষণীয় বর্তমান প্রজন্মের কাছে। ওটিটি আসার পর পাল্লা দিয়ে ওয়েবসিরিজের চাহিদা কিন্তু বেড়েই চলেছে। সেই ওয়েব সিরিজ গুলি দেখানো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে। বলা বাহুল্য, বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। বর্তমানে এইসব প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা লাভ করছে কিছু সিরিজ।

তবে সমস্ত সাহসী দৃশ্যে ভরপুর সিরিজের মধ্যে ‘এমএক্স অনলাইন’-এর ‘আশ্রম’ ওয়েবজিরিজটি। এই সিরিজের তিনটি সিজন মুক্তি পেয়েছে এখনো অব্দি। তবে এবার চতুর্থ সংস্করণের অপেক্ষা। আর এই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন নির্মাতারা। তৃতীয় সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার ঠিক পর থেকেই শুরু হয়েছে এই চতুর্থ সিজনের গল্প। এই সিজনে দেখা যাবে যে সিরিজের কেন্দ্রীয় চরিত্রে বাবা নিরালা নিজেকে ভগবান বলে দাবি করবেন। অন্যদিকে পাম্মি নামের ওই মহিলা চরিত্র আবার আশ্রমে কেন ফিরে আসতে বাধ্য হলেন, সেই বিষয়টিও দেখানো হয়েছে এই সিরিজে। মনে করা হচ্ছে, এই সিজনেই এই সিরিজের উপসংহার টানতে পারেন নির্মাতারা।

গত তিনটি সিজনের মতো এই সিজনেও ‘আশ্রম’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা ববি দেওলকে। বাবা নিরালা সহ একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় নারী চরিত্র হিসেবে এই সিজনেও রয়েছেন অভিনেত্রী অদিতি পোহানকর। তার লাস্যময়ী অভিব্যক্তি এই সিজনেও উপভোগ করবেন দর্শকরা। ৩ রা জুন মুক্তি পাচ্ছে এই সিরিজ, যা আপনি এমএক্স প্লেয়ারে দেখতে পারবেন।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা