BollywoodHoop Plus

Urfi Javed: কালো বিকিনি পরে কাঠগোলাপ দিয়ে নয়া খেল দেখালেন উরফি জাভেদ!

উরফির নতুন লুক দেখে প্রত্যেকেই প্রায় পাগল হয়ে গেছেন কারণ তাকে দেখা যাচ্ছে, একটা কালো বিকিনি পরেছেন তিনি। উর্ধাঙ্গ, নিম্নাঙ্গ কোনরকমে চাপা দিয়েছেন। তবে পোশাক যতই স্বল্প হোক না কেন তিনি মাথায় গুঁজেছেন একটা সাদা কাঠ গোলাপ। এমন স্বল্প পোশাক পরে তিনি চলে গেছেন বাগানে ফুল তুলতে। এক সময় তো ফুল তুলতে গিয়ে তিনি পা পিছলে পড়েই যাচ্ছিলেন। খুব সাবধানে নিজেকে সামলে তুলেছেন।

গায়ের রং এমনিতে ভীষণ ফর্সা তার ওপরে কালো রংয়ের এই দুটো পোশাক তাকে কিন্তু পরে বেশ ভালো মানিয়েছে ছিপছিপে শরীরে উরফিকে দেখতে খুব সুন্দর লাগছে। তবে অনেকেই নেতিবাচক অনেক কমেন্ট করেন, কিন্তু মনে মনে উরফির ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাহলে বোঝাই যাচ্ছে মনে মনে সবাই কিন্তু উরফিকে বেশ পছন্দ করেন।

এমন খোলামেলা ভিডিও দেখে বেজায় চটেছেন ভক্তরা। তবে উরফির ভক্তরা জানেন, যে খোলামেলা পোশাক আর উরফি এই দুটি শব্দই পরস্পর সমার্থক শব্দ। নগ্ন বা অর্ধনগ্ন পোশাকে তিনি সকলের সামনে আসতে বেশ অভ্যস্ত। তিনি ক্যামেরার সামনে আসার পর এই ক্যামেরাম্যানরা তার পিছনে রীতিমতন দৌড়াতে থাকেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরই রীতিমতন কমেন্ট বক্সে সকলে কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। কেউ কেউ নেতিবাচক কমেন্ট করেছেন, কেউ কেউ আবার ইতিবাচক কমেন্ট করেছেন।

এই তো কিছুদিন আগেই দেখা গেল যে, উরফি চায়ের পাতার টিব্যাগ দিয়ে জামা পরেছেন। চা খেতে খেতে হঠাৎ তার মনে হয়েছে সেটি ব্যাকে পোশাকের জন্য কাজে লাগানো যেতেই পারে। বেশ কিছুদিন আগে তিনি এমন একটা পোশাক পরেছিলেন, যা দেখে মনে হয়েছিল তার গায়ের উপরে গোবর দেওয়া। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেলের চেইন পড়ে যায়, সেই চেন দিয়ে তিনি পোশাক বানিয়ে পড়ে ফেলেন। অথবা বেতের ঝুড়ি, কাঠের ক্লিপ যে কোন উপকরণ দিয়েই তিনি সহজে পোশাক বানিয়ে পরে সকলের সামনে চলে আসেন, আর তাই নিয়ে কম আলোচনা হয় না।

আলোচনার সমালোচনার সব কিছুকেই রীতিমতন তুড়ি মেরে উড়িয়ে দেন উরফি। যতই সমালোচনার সকলে করুক না কেন কিন্তু এই নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড কিন্তু উরফি বাজারে আনল। যেকোনো কিছু দিয়েই পোশাক বানিয়ে করে ফেলার যে একটা রীতি তা কিন্তু উরফি প্রথম তৈরি করেছে। তবে আপনি যদি এই ভিডিওটি দেখতে মিস করে থাকেন আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে নিন উরফির নতুন লুক- –

Related Articles