বিষধর পাইথনের হাত থেকে ছোট্ট কুকুর ছানাকে উদ্ধার, তোলপাড় নেটদুনিয়া
১০ বছরের পোষ্য কুকুরছানাকে ধরেছে বিষধর সাপ পাইথন। এটি দেখে এই কুকুরছানার মালিক স্থির থাকতে পারেননি। তিনি উদ্ধার করতে থাকেন তার ছোট্ট পশু কুকুর ছানা ওয়ালি কে। হবে কুকুরছানাটিকে জড়িয়ে পেঁচিয়ে থাকা একটি বিশাল আকারের কার্পেট পাইথনকে তিনি কখনোই আঘাত করেন নি।
অন্ধকার জঙ্গলের মধ্যে এই চারপেয়ের মালিক কুকুরের আর্তনাদ শুনে উদ্ধার করতে ছুটে এসেছিল। এ যেন হলিউডের কোন সিনেমা অংশবিশেষ। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই ঘটনাটি। মানবিকতার এক দৃষ্টান্ত এটি। এটি দেখেই বোঝা যাচ্ছে যারা বাড়িতে পশুকে পুষে রাখেন তারা কতটা যত্ন করেন। নিজের সন্তানের মতো ছোটবেলা থেকেই লালন-পালন করেন। তাদের যে কোন বিপদ দেখলে মালিকরা ঝাঁপিয়ে পড়তে পিছপা হন না।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। মালিক আর পোষ্যের মধ্যে এমন অসাধারণ সম্পর্ককে সবাই বাহবা জানিয়েছেন।