Bengali SerialHoop Plus

Madhumita Sarcar: আবারও ছোটপর্দায় ফিরছেন যশ-মধুমিতা জুটি

মে মাসের পর থেকে টেলিভিশনে শুরু হয়েছে এক বিরাট পরিবর্তন। একের পর এক ধারাবাহিক টিআরপির অভাবে অফ এয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই জনপ্রিয়তার কারণে আবারও নতুন করে শুরু হতে চলেছে মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta) অভিনীত ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’। অর্থাৎ আবারও ছোট পর্দায় ফিরতে চলেছে অরণ্য ও পাখির পুরানো প্রেম।

‘বোঝে না সে বোঝে না’-র অনেক আগেই মধুমিতা অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং উপহার দিয়েছিলেন একের পর এক হিট ধারাবাহিক। কিন্তু ‘বোঝে না সে বোঝে না’-র মাধ্যমে কলকাতার বুকে নতুন করে অভিনয় জীবন শুরু করেছিলেন যশ। তাঁর বিপরীতে কাস্ট করা হয়েছিল মধুমিতাকে। 2013 সালে স্টার জলসায় অন এয়ার হয়েছিল ‘বোঝে না সে বোঝে না’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অহংকারী শিল্পপতি অরণ্য সিংহ রায়ের জীবন বদলে দেয় সাধারণ পরিবারের মেয়ে পাখি। তাদের ভালোবাসার টানাপোড়েনের কাহিনী ঘিরে তৈরি হয়েছিল ‘বোঝে না সে বোঝে না’। রাতারাতি দর্শকদের কাছে অরণ্য ও পাখির জুটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। পাখির গয়নার আদলে ‘পমপম’ ইয়ারিং তৈরি হতে শুরু করেছিল। এমনকি এই জুটির নামে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অনেকগুলি ফ্যান পেজ যেগুলির অস্তিত্ব এখনও রয়েছে।

স্টার জলসার অধিকাংশ ধারাবাহিকের টিআরপি এই মুহূর্তে যথেষ্ট কম। ফলে প্রতিদ্বন্দ্বী চ্যানেলকে টেক্কা দিতেই আবারও চ্যানেলের তরফে আগামী 3 রা জুলাই থেকে অন এয়ার হতে চলেছে ‘বোঝে না সে বোঝে না’। প্রত্যেক সোমবার থেকে রবিবার রাত এগারোটার সময় সম্প্রচারিত হবে পাখি ও অরণ্যর প্রেমকাহিনী। এই ধারাবাহিকটির নির্মাতা এসভিএফ।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘বোঝে না সে বোঝে না’-র পরই যশ বড় পর্দায় ডেবিউ করেছিলেন। পরবর্তীকালে একই পথে হেঁটেছেন মধুমিতাও। কিন্তু দর্শকদের মুগ্ধতা রয়ে গেছে পাখি ও অরণ্যর ভাষায়। আগামী 3 রা জুলাই থেকে তাই আরও একবার ফিরে দেখার কাহিনী তৈরি করতে চলেছে ‘বোঝে না সে বোঝে না’।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Related Articles