Finance News

Business Idea: ১০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারলেই মাসে রোজগার হবে ৪০ হাজার

ভারতের নাগরিকদের মধ্যে দিনের পর দিন ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। শিক্ষিত হয়ে গতানুগতিকভাবে চাকরি না করে স্বাবলম্বীভাবে কিছু করার প্রচেষ্টা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। তাই অনেকেই এখন বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। অনেকে আবার ছোট্ট স্টার্ট-আপ থেকেই সেটিকে বড় ব্যবসায় রূপান্তরিত করে ফেলছেন। তাই বিশেষজ্ঞদের মতে, দেশে চাকরির দুরবস্থা থেকেই মানুষের মনে বিগত দশকে এই পরিবর্তন এসেছে। বলা বাহুল্য, চাকুরী প্রিয় বাঙালিও কিন্তু এখন ব্যবসার সঙ্গে জড়িয়ে ফেলেছে নিজেদের।

কিন্তু ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কারণ ব্যবসা করার কথা ভেবে নেওয়া যায় অনায়াসে, কিন্তু ব্যবসা শুরু করতে গেলে মূলধন থেকে কাঁচামালের যোগান এমনকি দ্রব্যের বিক্রয়স্থল খুঁজতে হিমশিম খেয়ে যান অনেকেই। তবে এর মাঝেই বেশ কিছু ছোটখাটো ব্যবসা রয়েছে, যা আপনি অনায়াসে শুরু করতে পারেন বাড়িতে বসেই। বেশি মূলধন বা পুঁজি না রেখে, কোনোরকম ঝুঁকি না নিয়ে শুরু করা হয় এসব বেচাকেনা। এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র ১০ হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন।

বর্তমান সময়ে দেশজুড়ে আচার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উত্তর ভারতে যেমন যেকোনো ফল বা সবজির আচার লেহাব জনপ্রিয়, তেমনই আবার দক্ষিণ ভারতে বিখ্যাত চাটনি। তবে সংস্কৃতির মেলবন্ধনে আচার এখন পৌঁছে যায় ভারতের কোনায় কোনায়। আর এই আচারের ব্যবসা সেই কারণেই আগামীতে বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আর নারী বা পুরুষ নির্বিশেষে যে কেউ এই ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য যেমন সরকারের তরফ থেকে দেওয়া হয় প্রশিক্ষণ, তেমনই আবার সরকারের তরফে স্বনির্ভর হওয়ার এই উদ্যোগকে নানাভাবে সাহায্যও করা হয়। তুলনামূলক কম সুদে এর জন্য লোনও পাওয়া যায়।

এই ব্যবসা শুরুর আগে প্রশিক্ষণ নেওয়া জরুরি। তার সঙ্গে যে বিষয়টি জরুরি, তা হল ‘ফুড লাইসেন্স’। যেহেতু খাবারের ব্যবসা, তাই বৈধ লাইসেন্স থাকাটা আবশ্যিক। এটি স্ট্যান্ডার্ডস অথরিটি থেকে নেওয়া যায়। এই ব্যবসা শুরুর জন্য বাড়ির ছাদে ৯০০ বর্গফুট জায়গার প্রয়োজন। সঙ্গে মাত্র ১০ হাজার টাকার মূলধন নিয়ে কাঁচামাল কিনে আপনাকে বিক্রির স্থান ঠিক করতে হবে। ভালোভাবে চললে এই ১০ হাজারের বিনিয়োগ থেকেই আপনি ৪০ হাজার টাকা অবধি মুনাফা অর্জন করতে পারবেন।

Related Articles