প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই পাঁচটি সিরিজ
বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময় কাটানোর জন্য একমাত্র পথ ছিল। ছোট ছোট ওয়েব সিরিজগুলো দেখতেও যত সুন্দর এবং দেখতেও কম সময় লাগে, বর্তমান প্রজন্মের হাতেও তো সময় কোথায়। তারা এতটাই ব্যস্ত থাকে, যে টেলিভিশনে বসে দীর্ঘক্ষণ সময় ধরে সিনেমা দেখা, তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তখন সেই জন্য তারা এই মুঠোফোনের মাধ্যমে ওয়েব সিরিজগুলো দেখে ফেলে।
এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী নতুন করে কাজ করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে এই ধরনের সিরিজগুলোতে যারা অভিনয় করেন, তারা কিন্তু অন্যান্য সিনেমায় যারা অভিনয় করেন, তাদের থেকে অনেক বেশি সাহসী হয়, কারণ এই ধরনের ওয়েব সিরিজের পরতে পরতে ছড়িয়ে থাকে, অনেক সাহসী রোমান্টিক দৃশ্য। যার জন্য আপনাকে অবশ্যই প্রাইভেসি খুঁজতে হবে।
এই প্ল্যাটফর্মগুলো এই বোল্ড দৃশ্যগুলিকে সাজিয়েছে নতুন প্রজন্মের জন্য। এই ধরনের ‘ইরোটিক’ ওয়েব সিরিজগুলো এমন সুন্দর করে সাজানো যে আপনার একবার নয়, বারবার দেখতে ইচ্ছা করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই দৃশ্যগুলো কিন্তু বাড়ির সকলের সামনে আপনি একেবারেই দেখতে পারবেন না। এর জন্য আপনাকে আলাদা নিজস্ব জায়গা খুঁজে নিতে হবে। বর্তমান প্রজন্মের হাতে অত সময় নেই, তাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ইচ্ছাও নেই, তাই তো হাতে একটা এন্ড্রয়েড ফোন থাকলেই হবে। বর্তমান প্রজন্ম ঝুঁকছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ দেখার দিকে।
১) সেক্রেড গেমস: এই সিরিজটি নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। পুরো গল্পটি লেখা হয়েছে বিক্রম চন্দ্রের বইয়ের উপরে ভিত্তি করে এটি অসাধারণ একটি থ্রিলার মুভিজ যা দেখে রীতিমতন তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। প্রত্যেকে কাজ সম্পর্কে কোন কথা বলাই যাবে না, এখানে অসাধারণ অভিনয় করেছেন সইফ আলী খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী।
২) বোম্বাই বেগম: এই সিরিজে অভিনয় করেছেন পূজা ভাট। বহুদিন পর তিনি এই সিরিজের মাধ্যমে আবারো অভিনয় জগতে ফিরে এসেছেন। এখানে পাঁচজন সফল নারীর কাহিনী কে নিয়ে পুরো গোটা সিরিজটা দেখা যাবে তাই অবশ্যই মিস করবেন না।
৩) সি: সিরিজটিতে অদিতি পোহনকর, বিজয় ভার্মা এবং কিশোরকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখানো হয়েছে, একজন মহিলা কনস্টেবল এর পুরো গোপন ঘটনা। সে একটি গোপনে অপরাধমূলক সংগঠন চালিয়ে যাচ্ছেন। এটি লিখেছেন ইমতিয়াজ আলী এবং দিব্যা জোহরি।
৪) ইয়ে কালি কালি আঁখে: এই সিরিজে তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠী, এবং আঁচল সিং, সূর্য শর্মা, সৌরভ শুক্লা, এবং ব্রিজেন্দ্র কালা অরুণোদয় সিং-এর মত অসাধারণ অভিনেতারা অভিনয় করেছেন। গল্পের প্রতিটি অংশ একেবারে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন প্রত্যেকে।
৫) ডিকাপেলড: সিরিজটিতে আর.মাধবন এবং সুরভিন চাওলাকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিজটিতে দেখা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়া দম্পতিকে নিয়ে। পুরো গল্পটির পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ।