Bhojpuri Song: কাজলকে কাছে টেনে নিয়ন্ত্রণ হারালেন চিন্টু, বাচ্চাদের সামনে ভুল করেও দেখবেন না
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পত্তন ষাটের দশকে হলেও বর্তমানে তা যথেষ্ট উন্নত। বলিউডের সাথে পাল্লা দেওয়ার আয়োজন করে ফেলেছেন ভোজপুরি ফিল্ম তারকারা। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে ভোজপুরি মুভি। এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিও এগিয়ে চলেছে প্যান ইন্ডিয়ান ফিল্ম তৈরির দিকে। তৈরি হচ্ছে এই ইন্ডাস্ট্রির প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘হর হর গঙ্গে’। দীনেশ লাল যাদব নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua), আম্রপালি দুবে (Amrapali Dubey), খেসারিলাল যাদব (Kheshari lal Yadav), পবন সিং (Pawan Singh), অক্ষরা সিং (Akshara Singh), কাজল রাঘওয়ানি (Kajal Raghwani)-দের পাশাপাশি উঠে আসছেন বর্তমান প্রজন্মের তারকা প্রদীপ পান্ডে (Pradeep Pandey)-রাও। প্রদীপ অবশ্য তাঁর ডাকনাম ‘চিন্টু’ (Chintu) হিসাবেই পরিচিত।
তবে দীনেশ লাল যাদব, খেসারিলাল যাদবরা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অপরদিকে চিন্টু স্টারকিড। তাঁর বাবা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নামী প্রযোজক ও পরিচালক। তাই মুম্বইয়ের বুকে বেড়ে ওঠা চিন্টু বলিউডের পরিবর্তে বেছে নিয়েছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। চিন্টু অভিনীত ফিল্মগুলিতে থাকতে শুরু করেছে বলিউডের ছোঁয়া। ফিল্মের গানের সুর, কাহিনী যথেষ্ট শহুরে। তবে শুধুমাত্র ফিল্ম নয়, প্রদীপ অভিনয় করেছেন কয়েকটি মিউজিক ভিডিওতেও। এর মধ্যে অন্যতম হল ‘চলতে চলতে’ নামে একটি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি রিলিজ করেছিল 2022 সালের অক্টোবর মাসে।
এই মিউজিক ভিডিওয় চিন্টুকে জুটি বাঁধতে দেখা গিয়েছে কাজল রাঘওয়ানির সাথে। ইন্ডাস্ট্রিতে কাজল নায়কের তুলনায় সিনিয়র হলেও চিন্টুর সাথে তাঁর অনস্ক্রিন রসায়ন যথেষ্ট সুন্দর লেগেছে। ‘চলতে চলতে’-র গান ‘কাটাহ দোনো আঁখিয়া বা’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। গানের শুরুতে চিন্টুকে দেখা যাচ্ছে পিছন থেকে এসে কাজলকে জড়িয়ে ধরতে। গোলাপি রঙের ডিপ নেক ব্লাউজ ও শিফন শাড়ি পরে রয়েছেন কাজল। চিন্টু তাঁকে হঠাৎই জড়িয়ে ধরায় বিরক্ত হয়ে নায়ককে সরিয়ে দেন তিনি। নায়ক বেডরুমে চলে যান রাগ করে। কাজল তাঁর ভুল বুঝতে পেরে চিন্টুর কাছে যান। শুরু হয় গানের সাথে দুজনের উদ্দাম নাচ। চিন্টু নায়িকাকে বোঝাতে চেষ্টা করেন তাঁর একাকীত্ব । একসময় পাল্টে যায় নায়ক-নায়িকার পোশাক। কাজলের গোলাপি শাড়ি পাল্টে হয় হলুদ শাড়ি। চিন্টুর গোলাপি জামা পরিবর্তিত হয় হলুদ জামায়।
গানের শেষে এক হয়ে যান কাজল ও চিন্টু। ভিডিওটি ইতিমধ্যেই পঁচিশ লক্ষ ভিউ অতিক্রম করেছে। গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh) ও রত্নেশ সিং (Ratnesh Singh)।