Hoop News

Weather: পুজোর বাজারে নিম্নচাপের ‘দাদাগিরি’, ছুটির দিনেও ভাসবে এই জেলাগুলি

দিনকয়েক আগেই শুরু হয়েছে আশ্বিন মাস। অর্থাৎ বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন এসে গেছে শরৎ কাল। তাই শরতের সঙ্গে পুজোর আমেজেরও আগমন ঘটেছে বাংলায়। ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর কেনাকাটা। কিন্তু, সবের মধ্যে এবার খেলা দেখাচ্ছে বৃষ্টিপাত। গত সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে গোটা বাংলায়। একটি সক্রিয় নিম্নচাপ তৈরি হয়েছিল রাজ্যের উপর। তার জেরেই ব্যাপক বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের ওরে সব জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। বৃষ্টি হয়েছে কলকাতা ও উত্তরবঙ্গেও।

আর আগামীকাল থেকেই ফের বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া। শরৎ এলেও এবার পুরোদস্তুর প্রভাব দেখাতে চলেছে বর্ষার মেঘ। মৌসম ভবন সূত্রে পূর্বাভাস মিলেছে যে আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং আগামী ৩০ শে সেপ্টেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের জেরেই ফের পুজোর বাজার মাটি করতে পারে খলনায়ক দুর্যোগ। এখন একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট।

■ কলকাতার আবহাওয়া: আজ শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকলেও আজ বৃষ্টির কারণে কমবে শহরের তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। পাশাপাশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯২ শতাংশ এবং ৮২ শতাংশের মধ্যে।

■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়া জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

■ উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি, আজ অন্যান্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Related Articles