খবর পাওয়া গিয়েছিল বেশ কয়েক মাস আগেই। টলিউডে তৈরি হচ্ছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবি। ‘দেবী চৌধুরানী’র (Devi Chowdhurani) কাহিনি উঠে আসছে বড়পর্দায়, এমনটাই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এটাও জানা গিয়েছিল, দেবী চৌধুরানীরানী রূপে ধরা দেবেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। মহা পরাক্রমী এই ঐতিহাসিক নারী চরিত্র তাঁর অভিনয় কেরিয়ারকে সমৃদ্ধ করবে তাতেও কোনো সন্দেহ নেই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘দেবী চৌধুরানী’র প্রথম পোস্টার।
একসঙ্গে একগুচ্ছ পোস্টার প্রকাশ্যে আনা হয়। মুখ্য চরিত্রে শ্রাবন্তীর তিনটি লুকের পাশাপাশি ছবিতে অন্যান্য চরিত্র গুলিরও প্রথম লুক প্রকাশ্যে আনা হয়েছে। প্রথম পোস্টারে রণরঙ্গিনী দেবী চৌধুরানী রূপে ধরা দিয়েছেন শ্রাবন্তী। তাঁর পরনে রক্তবর্ণ পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে তীর ধনুক, তলোয়ার, কপালে রক্তচন্দনের তিলক। দ্বিতীয় পোস্টারে নববধূর রূপে দেখা গিয়েছে তাঁকে। আর অপর পোস্টারটিতে সাধারণ শাড়ি, নিরাভরণ শরীরে ধরা দিয়েছেন শ্রাবন্তী।
উপন্যাসের অন্যান্য চরিত্রগুলির লুকও প্রকাশ্যে আনা হয়েছে। হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। রঙ্গরাজ এর ভূমিকায় প্রথম লুকে চমকে দিয়েছেন সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী। নিশির ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়কে। সাগরের ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক এবং ব্রজেশ্বর রায় রূপে দেখা যাবে কিঞ্জল নন্দকে। তবে ভবানী পাঠককে এখনো আড়ালেই রাখা হয়েছে। শোনা গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও শ্রাবন্তীর সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন। তিনিই নাকি থাকছেন ভবানী পাঠকের ভূমিকায়। তবে তাঁর লুক এখনো ফাঁস করা হয়নি।
View this post on Instagram
শুভ্রজিৎ মিত্র রয়েছেন দেবী চৌধুরানী ছবির পরিচালনায়। শোনা গিয়েছিল, এটিই এখনো পর্যন্ত সবথেকে বেশি বাজেটের ছবি হতে চলেছে টলিউডে। বাংলা ছাড়াও আরো একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। শ্রাবন্তীর কেরিয়ারেরও অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে এটি, তাতে কোনো সন্দেহ নেই। এর আগে মহা নায়িকা সুচিত্রা সেনকে দেখা গিয়েছিল দেবী চৌধুরানীর ভূমিকায়। সেই অভিনয় আজো সিনে প্রেমীদের মনে উজ্জ্বল। এবার শ্রাবন্তী কতটা ছাপ ফেলতে পারেন সেটাই দেখার।
View this post on Instagram
View this post on Instagram