Finance News

DA Hike: ৪ শতাংশ DA বাড়াচ্ছে রাজ্য সরকার, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই

২০২৩-এর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছিল বড়সড় সুখবর। বছরের শুরুতেই খুশির জোয়ারে ভেসেছিলেন সরকারি কর্মচারীরা। কারণ জানুয়ারিতেই কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘভাতা একলাফে বেড়েছিল অনেকটা। বছরের প্রথম মহার্ঘভাতা বৃদ্ধির সময় ৪ শতাংশ হারে বেড়েছিল মহার্ঘভাতা। ফলে একলাফে ৩৮ শতাংশ থেকে বেড়ে সেটি হয়েছিল ৪২ শতাংশ। আর তারপর থেকেই বছরের দ্বিতীয় মহার্ঘভাতা বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন তারা।

তবে এবার নভেম্বরে বড় সুখবর এল রাজ্য সরকারি কর্মীদের। এবার বকেয়া মহার্ঘভাতা বা ‘এরিয়ার’ নিয়ে এল সেই প্রত্যাশিত সুখবর। পাশাপাশি নভেম্বরেই বাড়ানো হল তাদের প্রাপ্য ডিএ-র পরিমান। সম্প্রতি এমনই দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যের সরকার। জানা গেছে, এই জুলাই থেকেই বর্ধিত হারে ডিয়ারনেস এলাউন্স পেয়ে যাবেন সেই রাজ্যের সরকারি কর্মীরা। আর এই খবর যে আলোর উৎসবের মাঝেই খুশির জোয়ার বয়ে আনতে চলেছে সেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে, তাতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই।

সূত্রের খবর, এবার ঝাড়খণ্ড রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতার পরিমান বাড়তে চলেছে ৪ শতাংশ। আর এই উৎসবের মাসে সেই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। তবে গত ১ জুলাই, ২০২৩ থেকেই এই বর্ধিত হারে সেই কর্মীরা বেতন পেয়ে যাবেন বলেও জানা গেছে। সূত্রের খবর, সম্প্রতি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই বড় সিদ্ধান্ত।মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, “আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দীপাবলির উপহার ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। চার শতাংশ ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ বাড়ানো হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে ২০২৩ সালের ১ জুলাই থেকে ৪২ শতাংশের পরিবর্তে ৪৬ শতাংশ হারে ডিএ এবং ডিআর মিলবে।” তিনি আরও বলেন, “২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ডিএ এবং ডিআরের এরিয়ারের টাকা নগদে দেওয়া হবে।”

Related Articles