Advertisements

MSME Loan: কর্মহীন যুবক যুবতীদের জন্য ব্যবসার দুর্দান্ত সুযোগ, মোটা টাকা লোন দিচ্ছে সরকার

Nirajana Nag

Nirajana Nag

Follow

বর্তমানে চাকরির বাজারের আকাল দেখে অনেকেই ঝু্ঁকছেন ব্যবসার (Business) দিকে। ছোটখাটো ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছেন যুবক যুবতী থেকে গৃহবধূরাও। আবার অনেকে চাকরির পাশাপাশি একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু এক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে মূলধন। ব্যবসা ছোট হোক বা বড়, শুরু করার জন্য প্রয়োজন হয় নূন্যতম মূলধন, যা অনেকেই জোগাড় করে উঠতে পারে না। তাদের জন্য এবার এল এক দারুণ সুযোগ। MSME লোনের মাধ্যমে এবার স্বল্প সুদেই টাকা পাবেন যুবক যুবতীরা। ফলে ব্যবসা শুরু করাও হবে অনেক সহজ।

কী এই MSME লোন?

MSME অর্থাৎ Micro Small Medium Enterprises লোন দেওয়া হয় ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ধরণের ব্যবসা গুলির উপরে ভিত্তি করে। রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে নথিভুক্ত MSME ইউনিটের সংখ্যা ৬.৩৪ কোটি, দেশের জিডিপিতে যার অবদান অনেকটাই। কেন্দ্রীয় সরকার থেকে মূলত এই লোন চালু করা হয়েছে MSME সংস্থাগুলির উন্নতি এবং লোন গ্রহণের মাধ্যমে যুবক যুবতীদের ব্যবসায় অংশগ্রহণের কথা মাথায় রেখেই। এই লোনের মাধ্যমে ব্যবসার জন্য ৫০,০০০ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। তবে এই টাকার পরিমাণ ব্যবসার আকারের উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়।

কী কী সুবিধা মেলে লোনে?

MSME লোনের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা।

  • দীর্ঘ সময় ধরে নিজের মতো লোন পরিশোধ করার সুযোগ পাওয়া যায়।
  • সুরক্ষা ছাড়াই পাওয়া যায় এই লোন। এক্ষেত্রে সম্পত্তি হারানোর ভয় থাকে না।
  • ঘরে বসে সহজে লোনের জন্য আবেদন করা যায়।
  • লোনের জন্য আলাদা করে কোনো বিশেষ ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না।
  • বিশেষ প্রতিষ্ঠান গুলিতে লোনের জন্য বিভিন্ন অফার পাওয়া যায়।

লোনের আবেদনের জন্য যোগ্যতা

কারা কারা আবেদন করতে পারবেন এই লোনের জন্য?

  • এই লোনের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ১৮-২২ বছর বয়সের মধ্যে হতে হবে।
  • ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসের মতো যেকোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হবে আবেদনকারীকে।
  • আবেদনকারীর যেকোনো ব্যবসায় নূন্যতম ৫ বছর এবং বর্তমান ব্যবসায় নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Udyam পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে।

লোনের জন্য আবেদন প্রক্রিয়া

  1. MSME লোনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই MSME এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে টপ রাইট কর্নারে থাকা তিনটি লাইন এর চিহ্নটিতে ক্লিক করতে হবে।
  2. এরপর MSME লোন অপশন সিলেক্ট করতে হবে। তাহলেই আবেদনপত্র দেখা যাবে।
  3. সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নেক্সট এ ক্লিক করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র ভালো ভাবে স্ক্যান করে তারপর লোনের চুক্তি স্বাক্ষর করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের ৪৮ ঘন্টার মধ্যে পাওয়া যাবে টাকা।
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow