VIRAL: স্কুল যাওয়ার পথে দুর্দান্ত নাচ, নিখুঁত স্টেপে প্রভু দেবাকেও টেক্কা দিচ্ছে দুই বালক
মানুষের জীবনধারাকে একপ্রকার বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। একজন মানুষের কাছে বিশ্বের দরবারে পা রাখা এখন খুবই সহজ ব্যাপার। নিজের প্রতিভাকে মোবাইলবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেই কেল্লাফতে! ভিডিও ভাইরাল হয়ে গেলেই খুব সহজেই বিখ্যাত হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন অনেক লুকায়িত প্রতিভা পায় প্রচারের আলো, তেমনই আবার অনেকের কাছে নিজেকে জনসমক্ষে জাহির করার একটা মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রায়ই নানা ধরণের সব ভিডিও ভাইরাল হয়। কখনো কোনো নাচের ভিডিও, কখনো বা গানের ভিডিও, কখনো আবার প্রতিভার ভিডিও জনপ্রিয়তা পায়। সম্প্রতি এমনই একটি নাচের ভিডিও (Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওকে ঘিরে নেটিজেনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভিডিওটি দুই স্কুল বালকের দুর্দান্ত নাচের ভিডিও। ভিডিওতে দেখা গেছে, উত্তরাখণ্ডের লোকগীতি ‘গুলাবি সারারা’ গানের তালে তালে কোমর দুলিয়ে নাচ করছে ওই দুই স্কুল বালক। আর এই ভিডিও এখন মন কেড়েছে নেটিজেনদের।
ভিডিওতে একটি গলির মোশয়ে ওই দুই বালককে নাচতে ডেলহ গেছে। তাদের পরণে রয়েছে স্কুলড্রেস- মেরুন রংয়ের জামা, ছাইরঙা প্যান্ট, পায়ে জুতো, পিঠে স্কুলব্যাগ। দেখেই বোঝা যাচ্ছে যে স্কুল যাওয়ার পথে এই নাচের ভিডিওটি শ্যুট করা হয়েছে। আর সেই পথেই এক গলিতে এই বিখ্যাত গানের তালে তালে নাচতে দেখা গেল এই দুই বালককে। একদম ছন্দে ছন্দে এনার্জেটিক ড্যান্স করতে দেখা গেল তাদের দুজনকে। এমন নাচ প্রভুদেবার কথা হয়তো মনে করিয়ে দেয় অনেককেই। তাই এই দুই বালককে দেখে কমেন্ট বক্সে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।
এই ভিডিওটি ‘কলাকারস’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি। প্রসঙ্গত, এই ফেসবুক পেজ থেকে এমনই সব অজানা প্রতিভাকে তুলে ধরা হয়। এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যাবে সব বিষয়টি। প্রসঙ্গত, এই গানটি একটি বিখ্যাত লোকগীতি। এই গানটি গেয়েছেন উত্তরাখণ্ডের গায়ক ইন্দর আর্য। গানটি লিখেছেন গিরিশ জিনা, গানের সুর দিয়েছেন মঙ্গোলিসাব।