VIDEO: ‘আমার রাত পোহালো’, গঙ্গার ধারে কটন শাড়ি পরে অবিশ্বাস্য ভঙ্গিতে নাচলেন দুই যুবতী
নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন, তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন।
সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং youtube এর মাধ্যমে ভিডিওগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়, এর আগেও আমরা খেয়াল করেছি রানাঘাটে রানু মণ্ডল, ‘বাদাম বাদাম’ গানে বিখ্যাত হওয়া বাদাম কাকু প্রত্যেকেই কিন্তু এইভাবেই মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। আপনিও যদি চান আপনার প্রতিভাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করতে পারেন। তাহলে আর আলাদা করে মানুষের কাছে পৌঁছানো নিয়ে চিন্তা করতে হবে না।
সম্প্রতি অসাধারণ একটি নাচের ভিডিও এসব মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই যুবতী মিলে রবীন্দ্র সংগীতের সঙ্গে দুর্দান্ত কায়দায় নেচেছেন। গঙ্গার ধারের মধ্যে শাড়ি পড়ে এবং কালামকারির ব্লাউজের সঙ্গে তাদের দুর্দান্ত মানিয়েছে। ‘আমার রাত পোহালো’ এই মিষ্টি রবীন্দ্র সংগীতের সঙ্গে দুর্দান্ত সুন্দর ভাবে তারা নাচ পরিবেশন করেছেন এবং তাদের গলার হারটিও কিন্তু বেশ চোখে পড়ার মতো। দুজনেই পরেছেন কটন শাড়ি এবং তাদের দুজনকেই দেখতে কিন্তু ভারী সুন্দর লাগতে ইচ্ছা করলে আপনিও দেখে নিতে পারেন অসাধারণ এই নাচ। ‘তুলিকা রয় অন ইন্সটাগ্রাম’ পেজের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে৷ ৯০০০ লাইক পড়েছে যা দেখে সবাই অবাক।
View this post on Instagram