Book Fair-2024: কলকাতা বইমেলায় ১২ মিনিট ছাড়া মিলবে মেট্রো! জেনে নিন টাইম-টেবিল
শহর কলকাতাকে ঘিরে রয়েছে একাধিক ঐতিহ্যের নিদর্শন। কলকাতা শহরের বুকে যেমন রয়েছে আধুনিকতার ছোঁয়া, একইভাবে শহরের মধ্যে রয়েছে ফেলে আসা সময়ের বেশ কিছু নিদর্শন। আর সেইসব নিদর্শন শুধুমাত্র বস্তুকেন্দ্রীক নয়, শহরের সংস্কৃতিও বেশ প্রাচীন। সেই কারণেই কলকাতার পরতে পরতে রয়েছে সাহিত্যের ছোঁয়া। আর এই সাহিত্যকে আরো বেশি উদ্বেলিত করার সুযোগ করে দেয়, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। দীর্ঘদিন ধরে এই বই উৎসব হয়ে আসছে শহর কলকাতার বুকে। দেশবিদেশের মানুষের কাছে এটি একটি মহোৎসব।
এবছর কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ১৮ ই জানুয়ারি। করুনাময়ীতেই হচ্ছে এবারের বই উৎসবের আয়োজন। আর এই বইমেলা হলেই লাখ লাখ মানুষ ভিড় জমান শহরের এই কেন্দ্রস্থলে। সেই কারণে ভিড় সামাল দিতে পরিবহন ব্যবস্থাকে বইমেলা চলাকালীন সময়ে উন্নত করা হয় কলকাতায়। এবারেও তার অন্যথা হচ্ছে না। এবার বইমেলা উপলক্ষে বড় ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গেছে, বইমেলার দিনগুলিতে অতিরিক্ত মেট্রো রেল চালাবে মেট্রো কর্তৃপক্ষ। যাতে মানুষের ভিড় ঠিকমতো সামাল দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা বলে জানা গেছে।
বর্তমানে কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট হল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি রুট। এই রুটকে গ্রীন লাইন বলা হয়। সাধারণত এই রুটে প্রতিদিন ১০৬ টি মেট্রো চালানো হয়। তবে বইমেলার দিনগুলিতে এই রুটে ১২০ টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই দিনগুলিতে এই রুটে অর্থাৎ শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫মিনিটে৷ এছাড়াও এই রুটের শেষ ট্রেন মিলবে রাত ১০টায়৷ এর মধ্যে পিক-আওয়ার্সে অর্থাৎ, বিকেল ২ টা ৫৪ থেকে থেকে রাত ৯ টা ১৯ অবধি মেট্রো চলবে ১২ মিনিট অন্তর৷
তবে শুধুমাত্র সপ্তাহের কর্মদিবসে নয়, রবিবারও এই রুটে মিলবে বাড়তি মেট্রোর সুবিধা৷ ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতি রবিবার মেট্রো চলবে ৮০টি৷ রবিবার বেলা ১২টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো৷ এর মধ্যে বিকেল ২ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ১৯ পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে মেট্রো৷ তাই এবার বইমেলায় গিয়ে মেট্রোর সমস্যায় যে কাউকে তেমন পড়তে হবে না, তা মোটামুটি পরিষ্কার।