Hoop News

NEET Scam: ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা, NEET দুর্নীতি নিয়ে কী পদক্ষেপ শিক্ষা মন্ত্রকের!

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ওরফে NEET পরীক্ষায় জালিয়াতির (NEET Scam) খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পড়েছে মেডিকেল এন্ট্রান্স বোর্ড। NEET পরীক্ষার প্রশ্নের ধরণ সময়ের সঙ্গে সঙ্গে কঠিন হচ্ছে। তা সত্ত্বেও দুর্নীতির মুখে পড়েছে NEET পরীক্ষা। কঠিন প্রশ্ন এবং নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াতে কাঠগড়ায় মেডিকেল এন্ট্রান্স বোর্ড।

ডাক্তারি প্রবেশনারি পরীক্ষার প্রধান মাধ্যম হল NEET পরীক্ষা। কিন্তু এ বছরের NEET UG পরীক্ষার জালিয়াতি নিয়ে শোরগোল পড়েছে দেশ জুড়ে। পরীক্ষার ফল প্রকাশের পরেই এই দুর্নীতি স্পষ্ট হয়। পরীক্ষায় নম্বর বিভাজনের ক্ষেত্রেও দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। কী কী অভিযোগ উঠেছে এ বিষয়ে, কী পদক্ষেপই বা নেবে শিক্ষা মন্ত্রক?

কী অভিযোগ NEET UG পরীক্ষার বিরুদ্ধে

  • পরীক্ষার আগেই উঠেছে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ
  • পরীক্ষায় নম্বর বিভাজনের ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম অবলম্বন না করার অভিযোগ উঠেছে। তা মেরিট লিস্টের শীর্ষস্থানে থাকা কৃতীদের প্রাপ্ত নম্বর দেখেই উঠেছে অভিযোগ।
  • হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ৬ জন শিক্ষার্থী শীর্ষস্থান অধিকার করেছে, যা সন্দেহ বাড়িয়েছে।
  • সঠিক ভাবে গ্রেস মার্কস না দেওয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষা মন্ত্রকের পদক্ষেপ

  • অভিযোগগুলি খতিয়ে দেখা হবে শিক্ষা মন্ত্রকের তরফে
  • এই তথ্যের ভিত্তিতে পরীক্ষা ফের নতুন করে নেওয়া যাবে কিনা তা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে

শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা

  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচিত NEET UG পরীক্ষার জালিয়াতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া।
  • সমগ্র বিষয়টিকে তদন্ত করে পুনরায় পরীক্ষার আয়োজন করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির।

Related Articles