Gold Price: লাগাতার পতনের পর এক লাফে মূল্য বৃদ্ধি, শনিবার কলকাতায় কতটা বাড়ল সোনার দাম!
সোনা (Gold Price) এমন এক ধাতু যার দর কখনো কমে না। যত দিন যাচ্ছে সোনার দামও ততই পাল্লা দিয়ে বাড়ছে। শুধু যে উৎসব অনুষ্ঠানের জন্যই সোনা কেনা হয়, এমনটা কিন্তু নয়। অনেকেই সোনা, রূপোর মতো ধাতুতে বিনিয়োগ করে থাকেন। তাদের জন্য প্রতিদিনের সোনার দর জানা জরুরি।
তবে যে হারে সোনার দাম দিনকে দিন বেড়েই চলেছে তাতে বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। শনিবার কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনা, রূপো? জেনে নেওয়া যাক। বিগত কয়েকদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে।
শনিবার সোনার দাম
শুক্রবার গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,২১৬ টাকা। এদিন ১০০ গ্রাম সোনার দাম ছিল ৭,২১,০০ টাকা। শনিবার ১ গ্রাম ২৪-ক্যারাট সোনার দাম ৭,২২৮ টাকা এবং ১০০ গ্রামের দাম ৭,২২,৮০০ টাকা। দাম বেড়েছে ১২০০ টাকা।
শুক্রবার গহনা সোনার দাম ছিল গ্রাম প্রতি ৬,৬১৫ টাকা এবং ১০০ গ্রাম সোনার দামছিল ৬,৬১,৫০০ টাকা। শনিবার গ্রাম প্রতি গহনা সোনার দাম ৬,৬২৫ টাকা এবং ১০০ গ্রামের দাম ৬,৬২,৫০০ টাকা
শুক্রবার ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ছিল ৫,৪১২ টাকা। এদিন ১০০ গ্রাম সোনার ছিল ৫,৪১,২০০ টাকা। শনিবার ১০০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,৪২,০৫০ টাকা। দাম বেড়েছে ৮৫০ টাকা।
শনিবার রূপোর দাম
সোমবার ১ গ্রাম রূপোর দাম ছিল ৯১.৭০ টাকা আর ১ কেজি রূপোর দাম ছিল ৯১,৭০০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম থেকেছে ৯১ টাকা। আর ১ কেজি রূপোর দাম ছিল ৯১,০০০ টাকা।
বুধবার ১ গ্রাম রূপোর দাম ছিল ৯০ টাকা। আর ১ কেজি রূপোর দাম ছিল ৯০,০০০ টাকায়।
শুক্রবার রূপোর দামে কোনো পরিবর্তন আসেনি। এদিন ১ কেজি রূপো বিকোচ্ছে ৯০,০০০ টাকায়।
শনিবারও ১ কেজি রূপোর দাম রয়েছে ৯০,০০০ টাকা।