লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার প্রত্যেক পড়ুয়া পাবে ১২০০০ টাকা, এই স্কলারশিপে আবেদন করলেই কেল্লাফতে
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কথা ভেবে বিভিন্ন ধরণের প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার (WB Government)। মহিলা, কর্মহীন যুবকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য, মৎস্যজীবী ভাইদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা বিভিন্ন লাভজনক স্কিম চালু করা হয়েছে। তেমনি ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়তার জন্যও রয়েছে বেশ কিছু প্রকল্প এবং স্কলারশিপ। এমনই একটি স্কলারশিপের খোঁজ থাকছে এই প্রতিবেদনে।
এই স্কলারশিপটির নাম মুসকান স্কলারশিপ। ভালভোলিন কামিন্সের তরফে নিয়ে আসা হয়েছে এই মুসকান স্কলারশিপ। বাণিজ্যিক গাড়ির চালক, মেকানিক এবং আর্থিক ভাবে দুর্বল পরিবারের সন্তানদের বৃত্তি দেওয়া হবে এই স্কলারশিপে। পাশাপাশি এই স্কলারশিপের মাধ্যমে মেন্টরশিপ সাপোর্টও পাওয়া যায়। কারা কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য জেনে নিন।
আবেদনের যোগ্যতা
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া হতে হবে
অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা, বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
বাণিজ্যিক গাড়ির চালক, মেকানিক এবং আর্থিক ভাবে দুর্বল পরিবারের সন্তান হতে হবে।
আগের ক্লাসে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষের মধ্যে
কী কী সুবিধা পাওয়া যাবে
প্রকৃত খরচের উপর ভিত্তি করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে। পাওয়া যাবে মেন্টরশিপ সাপোর্টও। টিউশনের বেতন, বই, স্টেশনারি খরচের মতো বিষয়ে ব্যবহার করা যাবে টাকা।
প্রয়োজনীয় নথি
বর্তমান বছরের ভর্তির প্রমাণ
আগের ক্লাসের মার্কশিট
পরিবারের আয়ের প্রমাণপত্র
আধার কার্ড
পাসপোর্ট সাইজ রঙিন ছবি
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
আবেদন পদ্ধতি
Buddy4Study র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও তে ক্লিক করতে হবে।
এরপর রেজিস্টার করতে হবে।
তারপর অ্যাপ্লিকেশন ফর্মে জরুরি তথ্য দিয়ে পূরণ করতে হবে। সব ঠিক থাকলে সাবমিট করে দিন।
এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩ রা সেপ্টেম্বর।